![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[আন্ডার]আমি আপনাদেরই একজন। এটা আমার দ্্বিতীয় সত্ত্বা। আশেপাশের সবাই যে যার মত বুদ্ধিমান, তাই আমি হয়েছি বোকা।[/আন্ডার]
বোকই এর মাথায় কি যেন পোকা কুট কুট করে কাটে মাথার ঘিলু যখন দেখি কি অবস্থা নারী পুরুষ সেক্স মচ্ছোব আজকের এ সমাজে আমাদের।
উন্নত দেশে ফ্রি সেক্স নাম দিয়া যাহা চলিতেছে তাহাতে অন্তত কান্নাকাটির অবকাশ দেখার সুযোগ ভীষন কম। ভাল মন্দ বিচার করিবে জ্ঞানী জন। আমি বোকা। ও ব্যাপারে নিরব।
প্রেম আগেও চলিত এখনও চলে পট পরিবর্তনে পরিবর্তনে। কিন্তু গোপন গোপন ফ্রি সেক্স এত বিসতৃত আজ।
পুরুষ প্রেম করে সেক্স চায় , নারী প্রেম করে সেক্স চায়। দুজন মিলে যায় গোপনে আড়ালে বন্ধ ঘরে। কিন্তু দুজনেই যখন লায়বিলিটিজ এর ধার ধারেনা, লেটা চুকে যায়। ঐ অনেকটা বিদেশের ফ্রি সেক্সেও মত। কিন্তু যখন দুজনেই লায়বিলিটিজ চায়, বন্ধনের প্রশ্ন আসে। হয়তো বিয়ে নামক বন্ধনে এগোয়। জীবন চিন্তা মুক্ত হয়।
কিন্তু যখন একজন লাযাবিলিটিজ চায় অন্যজন চায় পুরো ফ্রি, লাগে ভীষন ক্যাচাল। কেন রে এত আনকন্ট্রল , আগে হুশ থাকেনা। সে ক্ষেত্রে দোষ নারী পুরুষ দু দলেইর মাঝে উল্কি আকে ক্ষেত্র বিশেষ।
কিন্তু সমাজে পুরুষ রা লক্ষকোটি বছরের প্রভুত্বের সুবিধায় এগিয়ে থাকে। মেয়েটিকে না বুঝে সেক্সএ ছাপিয়ে পড়াটা কি তাহলে ঠিক হচ্ছে।
মিউচুয়াল সেক্স , ওকে ঠিক আছে । কিন্তু প্রতারণা য় যখন মেয়েটা খুলে দেয় গায়ের কাপড় , নিজের বোকামীর দোষ সে তো বর্তাবে তার উপর।
এর উপর শুরু হয়েছে মোবাইল ক্যামেরা ভিডিও ও বদৌলতে বিশেষ মুহুর্তের গোপন ছবি তোলা।
কই কোন মেয়েতো কোন ছেলের ছবি তুলে ছাড়েনা নেট এ। নাকি মেয়েরা (প্রতারক নারীও আছে) ছেলেদের কাছে প্রতারনার কর্মে দূর্বল যেহেতু পুরুষদের চরিত্র শুনতে খারাপ লাগলেও যেন কচু পাতার পানি ( সমাজ তাই করে রেখেছে।)
ছেলেরা ছবি ভিডিও ছেড়ে তাদের সামন্ত রক্তের ঐতিহ্য ফুটায় । কি ঘৃন্য মনোবৃত্তি।
আচ্ছা মেয়েটা কেন ছবি তুলতে বাধা দেয়না। বা খোজ নেয়না গোপনে কেউ তুলছে কিনা। বিশ্বাস এর সত্যতা যাচাই কি ্এতই ঠুনকো কারবার।
তবে কি আসলেই প্রেমের ছত্রছায়ায় নারী ভীষন বোকা, আমার চেয়েও বেশী।
রাগ ইমন আপু তার wjsK পোষ্টের মন্তব্যে বলেছেন, তার সেই সে বান্ধবী যার ছবি তুলে নেটে এ ছেড়েছে তার মিথ্যে প্রেমিক , সে নাকি বিছানায় গেছে এই ভেবে যে ওটা নকল বিয়ে , জানতো সে যা করেছে স্বামীর সাথে।
উনি তাকে বোকা বলেছেন। আমি আর কি বলব।
প্রেমিক প্রতারক কি বউ ভেবে করেছিল যা করার গোপনে। মোটেও না মনে হয়।
এই বোকাবুলির মূল উদ্দেশ্য নারীরা ফেমিিিনস্ট বলে নিজেদের উচ্চকিত করে, ধিক দেয় পুরুষদের কিন্তু সত্যি নিজেদেও বুদ্ধিও যথার্থতা অর্জন করেনা।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৫২
অতিথি বলেছেন: হ পথিকের ভিতরে 75% নারী লুকায়া আছে, ওর লাগছে,
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৩৩
অতিথি বলেছেন: পথিক সাহেব তাই নাকি !
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৩৮
অতিথি বলেছেন: রিফাত সাহেব নাকি 100%?
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:০৪
অতিথি বলেছেন: মাত্র কয়েক হাজার জোচ্চোর, চরিত্রহীন, লম্পট, ডাকাত, ভন্ড মানুষের আকাম-কুকামের ফল ভোগ করছে বাংলাদেশের প্রায় 14 কোটি "বোকা-ভোন্দা" মানুষ প্রায় 30 বছর ধরে। এখর কারে দোষাইবেন?
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:০৫
অতিথি বলেছেন: মন্তব্য দিয়া পথিক বাটে পইরা গেছে দেখি।
কপাল রে ..................দোষামু নাকি সাজেদ ভাই। লাভ নাই। তাই ওই হাজার জনরেই দোষাই । কি কন।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:১০
পথিক!!!!!!! বলেছেন: ভাল কথ বললেই কার কার যেন ঘায়ে ঘা লাগে...ইস ওদের ওইখানে যে কেন ঘা হয়।
রিফাত নারী লুকাই থাকব কেমতে ............নারীর প্রতি শ্রদ্ধা আর ভালবাসা লুকিয়ে আছে বলতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৪৮
পথিক!!!!!!! বলেছেন: আসলে মনে হয় নারী কোমল হৃদয় তো প্রেমে পড়লে অবিশ্বস করতে ভুলে যায়।
অথবা কখনও নিজেক প্রেমের চালিকা শক্তিভেবেও ভুল করে।
তবে একবাক্যে সব এভাবে নারীকে বোকা বলা কি ঠিক?