নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রজনী শূন্য নগরী

উজান-অমিত

নির্ভীক বাক্যবাণ পুরুষ

উজান-অমিত › বিস্তারিত পোস্টঃ

একটু জাগ্রত...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

কোনো এক রাজমিস্ত্রি সম্মেলন,
(যার সম্পূর্ণ অনুদান করে কোনো এক নামিদামি কোম্পানি)
যেখানে কি না শ্রমিকের সুখদুঃখ, তাদের সুবিধা তাদের চাহিদা ইত্যাদি নিয়ে কথা বার্তা এবং সেগুলো সঠিকভাবে দেয়ার প্রতিশ্রুতি দেন শ্রমিকমালিকরা ও শ্রমিক ইউনিয়নের নেতারা!
সম্মেলন শেষে রাজ-শ্রমিকরা বেড়িয়ে এলেন হাতে নিয়ে একটা কোম্পানি লোগো-সম্বলিত সাইড ব্যাগ,খাবার ও একটা খাম যেখানে ছিলো ৩০০টাকা!
আবার কেউ কেউ পুরস্কার নিয়ে!
সবাই খুশিখুশি মন!

একটা পাগল সম্মেলনের সামনে ঘোরাঘুরি করছিলো
তাই দেখে এক-শ্রমিক তার খাবার প্যাকেটা তাকে দিয়ে যায়, তার খাবারটা শেষে উচিষ্ট গুলো ফেলে দেয়,তার সেগুলো কুকুর পেয়ে খাওয়া শুরু করে!

সমাজে খেটেখাওয়া মানুষগুলো এমন কুকুরে মত মালিকদেরক কাছে! তাদের কিছু বলার সাহস থাকে না নিরীহ শ্রমিকদের!
যা দেয় তা নিয়েই সন্তুষ্টি থাকতে হয়!
সম্মেলনের ওই খামে কি ৩০০টাকাই দিয়েছিলো অনুদান কোম্পানি নাকি অমন এহাত-ওহাত করে ৩০০ টাকায় এসে পৌঁছেছে?
তবে আর কতকাল ঠকতে হব রোবটিক বাবুদের কাছে?
আসুন নিজেদের বিবেকবোধকে জাগ্রত করি!
তাদের যোগ্য সম্মান,মজুরি দিয়ে তুষ্ট রাখুন!
শ্রমিকদের শ্রমিক না ভেবে মানুষ ভাবুন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.