নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

একদিন

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৮

একদিন,
ফিরলে নাহয়।
ফেরাবার মেঘেরা যদিও ফেরারি তখন!
এবং আজন্ম ক্ষুধা নিয়ে চলে গেছে দূরে
ফেরাবার তাড়া নিয়ে জলভরা চোখ।
শুকিয়ে গেছে যে অনন্ত নদী, ঝর্ণার মতো।
একদিন ফিরলে তবে কিহয় বলো?
ফের জাগালে নাহয় শুকনো ক্ষত?

একদিন-
ফিরে এসো চোখ ভরা জল!
ফিরে এসো জীবনের দুঃখ অবিকল!
ফিরে এসো জীবনের অনন্য উপহার-
"উৎসব-অরণ্যে খোঁজা দুটি চোখ, নিয়ত পিপাসার"।

একদিন,
ঘুম ভেঙ্গে জেগে দেখবো,
বারান্দায় এক চিলতে হাসিমুখ;
সোনালী রোদ্দুরে ভরে গেছে উঠোন আমার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২১

অধীতি বলেছেন: কি অনিন্দ্য! কি করুণ আর্তনাদ

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪০

৪৫ বলেছেন: প্রিয় অধীতি, উত্তর দিতে কালক্ষেপনের জন্য ক্ষমাপ্রার্থী।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪০

৪৫ বলেছেন: ভালোবাসা নেবেন প্রিয়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০

কালো যাদুকর বলেছেন: দুঃখ দুরে থাক। কবিতায় প্লাস।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪১

৪৫ বলেছেন: কালো যাদুকর শুভেচ্ছা নেবেন। ব্লগে থাকার মতো পর্যাপ্ত অনুষঙ্গের অভাবে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.