![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
আজ এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। দোয়া করেছিলাম, সবাই যাতে ভালো নাম্বার পেয়ে পাস করে অন্ততপক্ষে পরিবারের সকল সদস্যের মন জয় করতে পারে কারণ এতটুকুই যথেষ্ট।
.
এস.এস.সি সকল ফললাভকারী ও সকল ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করে, ছেলেটা 3.00 পেয়েছে ! আশেপাশের রসালো A+ এর জোয়ারে ছেলেটা হয়তো নিজেকে খুব নিঃস্ব মনে করছিল।
.
হয়তো তাকে দেখে তার বন্ধুরা অপমানের মুচকি হাসি হাসছিলো , তার মা হয়তো তাকে দেখে আঁচলে কোনায় চোখ মুছছিলো , বাবা হয়তো রাগে মুখ ঘুরিয়ে নিয়েছিল , বড় বোনটা হয়তো অভিমানে তার সাথে একটা কথাও বলেতে চায়নি ।
.
“ সব শেষ হয়ে গেল আমার “ এমনটা ভাবতে ভাবতেই হয়তো আদর খুঁজতে চাওয়া অসহায় সেই ছেলেটি গলায় ফাঁস নিয়েছে । আপনার হাজার টাকার মিষ্টির ছোঁয়া সেই ছেলেটি পায়নি । . ছেলেটি হয়ে রইল মিষ্টির প্যাকেট বাঁধাই করবার চিকন সূতাটি । আমরা মিষ্টির প্যাকেট দেখলে তাড়াহুড়া করে সুতা কাটি , প্যাকেট খুলি । দুই আঙুলে মিষ্টি তুলি । মুখ রসে পূর্ণ করি ।
.
সূতাটি নীচে পড়ে রয় । একেক জনের পায়ে গড়াতে গড়াতে একসময় ময়লার ঝুড়িতে জায়গা পায় । কিন্তু এই সুতা ছাড়া কি বাজার থেকে মিষ্টির প্যাকেট বাঁধাই করে নিয়ে আসা যেত ?
.
ময়লার ঝুড়িতে আশ্রয় পাওয়া সুতারুপী 3.00 পাওয়া সেই ছেলেটি একটা A+ না পাওয়ার অক্ষমতায় হারিয়ে গিয়েছে চিরতরে আর মিষ্টির রসে ভাসছে শুধু A+ ধারীদের আঙ্গিনা অনুরোধ যেই ছেলে বা মেয়ে এই সরকারী বাণিজ্যের A+ পায়নি তার সাথে খারাপ বিহেব করবেন না । তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন না । এই মুহূর্তে তার পরিবারের সাপোর্ট তার খুব দরকার । রাতে খাবার টেবিলে তাকে ডেকে নিয়ে খেতে বসুন । তার সাথে কথা বলুন ।
জীবন এইখানেই শেষ না । এই সত্য কথাটা তাকে বুঝতে সাহায্য করুণ । আর তার বন্ধুরা যারা রসের ডিব্বা নিয়া আসবে তোমাদের দায়িত্ব এই মুহূর্তে আরও বেশী । সেই ছেলে বা মেয়েটিকে দেখে মুখ লুকিয়ে পিটপিট করে হাসবে না । বন্ধুতের মর্যাদা যদি দিতে না পারো তবে তার সাথে দেখা করবার দরকার নাই ।
কিন্তু তথাকথিত A+ এর গর্বে মাথা উচুতে রেখে সেই ছেলে বা মেয়েকে অপমান করবার অধিকার তোমার নাই । .
শেষ কথা হচ্ছে -- "বস , জাস্ট টিকে থাকো , লাইফ ইয বিউটিফুল" .
------ অন্ধকার আকাশ্ ------ .
#অভ্র
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ সকাল ১১:১০
অদ্বিত বলেছেন: অসাধারণ লিখেছেন।