নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

এস.এস.সি এবং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু উপদেশ-

৩১ শে মে, ২০১৫ রাত ৩:৪৮

আজ এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। দোয়া করেছিলাম, সবাই যাতে ভালো নাম্বার পেয়ে পাস করে অন্ততপক্ষে পরিবারের সকল সদস্যের মন জয় করতে পারে কারণ এতটুকুই যথেষ্ট।
.
এস.এস.সি সকল ফললাভকারী ও সকল ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করে, ছেলেটা 3.00 পেয়েছে ! আশেপাশের রসালো A+ এর জোয়ারে ছেলেটা হয়তো নিজেকে খুব নিঃস্ব মনে করছিল।
.
হয়তো তাকে দেখে তার বন্ধুরা অপমানের মুচকি হাসি হাসছিলো , তার মা হয়তো তাকে দেখে আঁচলে কোনায় চোখ মুছছিলো , বাবা হয়তো রাগে মুখ ঘুরিয়ে নিয়েছিল , বড় বোনটা হয়তো অভিমানে তার সাথে একটা কথাও বলেতে চায়নি ।
.
“ সব শেষ হয়ে গেল আমার “ এমনটা ভাবতে ভাবতেই হয়তো আদর খুঁজতে চাওয়া অসহায় সেই ছেলেটি গলায় ফাঁস নিয়েছে । আপনার হাজার টাকার মিষ্টির ছোঁয়া সেই ছেলেটি পায়নি । . ছেলেটি হয়ে রইল মিষ্টির প্যাকেট বাঁধাই করবার চিকন সূতাটি । আমরা মিষ্টির প্যাকেট দেখলে তাড়াহুড়া করে সুতা কাটি , প্যাকেট খুলি । দুই আঙুলে মিষ্টি তুলি । মুখ রসে পূর্ণ করি ।
.
সূতাটি নীচে পড়ে রয় । একেক জনের পায়ে গড়াতে গড়াতে একসময় ময়লার ঝুড়িতে জায়গা পায় । কিন্তু এই সুতা ছাড়া কি বাজার থেকে মিষ্টির প্যাকেট বাঁধাই করে নিয়ে আসা যেত ?
.
ময়লার ঝুড়িতে আশ্রয় পাওয়া সুতারুপী 3.00 পাওয়া সেই ছেলেটি একটা A+ না পাওয়ার অক্ষমতায় হারিয়ে গিয়েছে চিরতরে আর মিষ্টির রসে ভাসছে শুধু A+ ধারীদের আঙ্গিনা অনুরোধ যেই ছেলে বা মেয়ে এই সরকারী বাণিজ্যের A+ পায়নি তার সাথে খারাপ বিহেব করবেন না । তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন না । এই মুহূর্তে তার পরিবারের সাপোর্ট তার খুব দরকার । রাতে খাবার টেবিলে তাকে ডেকে নিয়ে খেতে বসুন । তার সাথে কথা বলুন ।

জীবন এইখানেই শেষ না । এই সত্য কথাটা তাকে বুঝতে সাহায্য করুণ । আর তার বন্ধুরা যারা রসের ডিব্বা নিয়া আসবে তোমাদের দায়িত্ব এই মুহূর্তে আরও বেশী । সেই ছেলে বা মেয়েটিকে দেখে মুখ লুকিয়ে পিটপিট করে হাসবে না । বন্ধুতের মর্যাদা যদি দিতে না পারো তবে তার সাথে দেখা করবার দরকার নাই ।

কিন্তু তথাকথিত A+ এর গর্বে মাথা উচুতে রেখে সেই ছেলে বা মেয়েকে অপমান করবার অধিকার তোমার নাই । .
শেষ কথা হচ্ছে -- "বস , জাস্ট টিকে থাকো , লাইফ ইয বিউটিফুল" .

------ অন্ধকার আকাশ্ ------ .

#অভ্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:১০

অদ্বিত বলেছেন: অসাধারণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.