নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

(দ্বিতীয় পর্ব)- আমি যদি প্রধানমন্ত্রী হতাম

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

ট্রেন যাতায়াত আরও উন্নত করতাম,এলাকা ভিত্তিক ট্রেন চালু করতাম। মহিলাদের আলাদা বাসের ব্যবস্থা করতাম। স্কুলবাস বাধ্যতামূলক করতাম যাতে রাস্তাঘাট জ্যাম না লাগে আর স্কুলের দেরী না হয়।
.
পড়ার বই কমিয়ে দিতাম কিন্তু অল্প বই গুলো গুনে মানে অনন্যা করতাম। পড়ানোর মান এমন করতাম যে বাসায় আর পড়তে হবে না। প্রাইমারী স্কুল পার হবার পর ছাত্র ছাত্রী দের যে বিষয় ভালো লাগবে কেবল মাত্র ওই বিষয়ের উপরে উচ্চ শিক্ষার ব্যবস্থা করতাম। গড়-পরতা থাকে সব বিষয় পড়তে হবে না। সমস্ত প্রধান প্রধান ব্যক্তিত্বদের জীবনী পড়া বাধ্যতামূলক করতাম।
.
শিক্ষা সবার জন্য ফ্রি আর বাধ্যতামূলক করতাম। প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় দেশ ও দশের উপর প্রবন্ধ লিখার প্রতিযোগিতার আয়োজন করতাম, সামগ্রিক বিবেচনাই সেরা ৫০ জন ছাত্র ছাত্রীর বিদেশে ভ্রমণ অথবা প্রিয় স্থান/ জায়গা/দেশ / ব্যক্তিত্ব দের সাথে মিলিত হবার সুযোগ দেয়ার ব্যবস্থা করতাম। রাস্তার মোড়ে মোড়ে,বিল বোর্ডে, দেয়ালে কিংবা যানবাহনে শিক্ষনীয় বাণী সেটে দিতাম।
.
প্রতি মাসে একবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের নিয়ে পুরো দেশের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন করাতাম যাতে করে তারা তা ব্যবহারিকভাবে শিখে নেয়। প্রশ্নপত্র যে ফাঁস করবে তার শাস্তি ফাসি। প্রশ্নে ভুল পাওয়া গেলে ৫ মাসের জেল।
.
শিক্ষার ব্যয় ৫০% সরকার গ্রহন করত! সরকারি সব বিশ্ববিদ্যালয় আবাসিক আরো উন্নতি করতাম। ছাত্র রাজনীতি থাকবে কিন্তু কোন ছাত্রই রাজনীতি করার কারনে কোন প্রকার বৈষম্যের শিকার হবে না আর তার স্বাভাবিক জীবনের মরনের নিশ্চয়তা নিশ্চিত করতাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.