নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অনামিকার প্রতি ভালোবাসা

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২



১.

অনামিকা, তুমি একের পর এক আড্ডার দ্বৈত বৈঠকে-
ভালোবাসা খুঁজে বেড়াও, এক পুরুষ থেকে অন্য পুরুষের হৃদয়ে।
তুমি তো ভ্রমর হতে পারতে, প্রকৃতি ভুলতো না তোমার ত্যাগ
অথচ কি দূর্ভাগা তোমার কপাল!
সেদিন যদি না ফেরাতে, তবে হয়তো-
থাক, দুঃখ বাড়িয়ে কি লাভ বলো?
সামনের বৈশাখ এলে না হয়, একমুঠো গোলাপ কিংবা বেলীফুলের মালা-
কি অদ্ভুত! আমি কি ঠুনকো উপহার-ই-না তোমায় নিবেদন করছি দেখো?
অনামিকা, সেপ্টেম্বরের এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ছুঁয়ে বলছি, ভালোবাসি।
নিজের সকল আশা-আকাঙ্খার কাঁটাতার পেরিয়ে বলছি, ভালোবাসি।
এভাবেই প্রতিদিন নিজেকে জানাই, তোমার অস্তিত্বে না আমার অস্তিত্বেই তুমি আছো!

আমি এখন হুট করে আসা লোডশেডিং,
আমাকে রোজ ছুঁয়ে দেয় কত নিয়ামত
শুধু তুমি আমাকে ছুঁয়ে দাও না, আমিও তোমাকে।
অনামিকা, আমি চাই তোমার দীর্ঘায়ু হোক।
আমি বেঁচে থাকি আর কিছুকাল,
কেউ একজন মনে রাখুক, আমি ছিলাম।
কেউ একজন মনে রাখুক, আমি ভালোবেসেছিলাম।
কেউ একজন অন্তত মনে রাখুক, আমি স্বার্থপর ছিলাম আমার ব্যাক্তিগত একমাত্র বান্ধবীর ব্যাপারে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: কবিতায় মুগ্ধতা আছে, আছে ভালবাসার নিষ্পাপ বহিঃপ্রকাশ।
অনেক ভাল লেখেন আপনি।
+++

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালোবাসা অবিরাম

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিখাটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.