নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম প্রশ্ন,
হরর মুভি মানে কি?
-হরর মুভি মানে নতুন/পুরোনো কোনো বাড়িতে ব্যাগ এন্ড ব্যাগেজ সহ উঠা এবং ভূতের উপদ্রবের মধ্যে পড়া।অতঃপর ভূতের নাম ধরে ডাকলে/তেল ছিটালে/হাবিজাবি কিছু পড়লেই ভূত আবার মরে ভূত হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি!
দ্বিতীয় প্রশ্ন,
The Autopsy of Jane Doe মানে কি?
-কমপ্লিট হরর মুভি দেখেছেন কখনো?না দেখে থাকলে আপনাকে অবশ্যই এই মুভি দেখতে বলবো আমি।মুভিতে যেমন ভয় আছে তেমনই আছে রহস্য!ভয়ানক গোপন রহস্য যা আপনাকেও শিহরিত করবে!আপনি যখন বুঝতে শুরু করবেন কেন আশ্চর্য ঘটনা ঘটছে,ততক্ষণে হয়তো আপনিও আটকা পড়ে যাবেন সেই রহস্যে!"one thing is for sure,you cant go anywhere!"
দেখে ফেলুন মিস্ট্রি,থ্রিলার,হরর মুভিটা!
------------------কাহিনী সংক্ষেপ------------
১।একটা বাড়িতে ৪ টা লাশ পাওয়া গেলো।প্রতিটা লাশ ভয়ানক ভাবে মারা গিয়েছে!আর শেষ লাশ(৫ নাম্বার) পাওয়া গেলো বেজমেন্টে।একজন তরুণীর লাশ!দেহ নগ্ন,তবে অর্ধেক শরীরই মাটির ভেতরে!তাকে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছিলো।তার সাথে এই বাসার অন্যান্য মৃতদের কোনো সম্পর্ক নেই।পুলিশ তার নাম দেয় জেন ড।
পুলিশ তাদের মৃত্যুর কোনো কারণই খুঁজে পায়নি।দেয়ার ওয়াজ নো ক্লু অফ ডেথ!
২।বাবা আর ছেলে দুজনই শবদেহ-পরীক্ষক(Coroners)।তাদের কাছে সেই মেয়েটার লাশ নিয়ে আসেন শেরিফ।মেয়েটার autopsy report সকালের মধ্যে দিতে হবে।সময় কম।বাবা-ছেলে কাজে নেমে পড়লো।আর তারপর থেকেই শুরু হলো একের পর এক ঘটনা!ডেড রুম থেকে তিনটা ভয়ানক দূর্ঘটনায় মারা যাওয়া লাশ হাওয়া হয়ে গেলো!বাবা-ছেলের সাথে ঘটতে লাগলো ভয়ানক কাহিনী!
কাহিনীর শেষ কোথায়?
কেনই বা ভয়ানক ঘটনা ঘটছে তাদের সাথে?
মেয়েটাই বা কে!
বাবা-ছেলে শেষ পর্যন্ত যা আবিষ্কার করেছিলো তা আপনাকেও শিহরিত করবে!
স্নায়ুর পরিক্ষা দিতে নেমে যান
আমি কখনো বাজে মুভি নিয়ে রিভিউ দিবোনা।
যা আমাকে কাঁপাবে তা আমি অন্যকে জানিয়ে কাঁপাবো
দেখে ফেলুন মুভিটা।
গুগল কিংবা কোনো অলটারনেটিভ টোরেন্ট থেকে নামিয়ে নিন।ভালো প্রিন্ট এর পাবেন।
ডাওনলোড লিংক দিচ্ছিনা কারণ লিংক দেয়া নিষিদ্ধ।
ধন্যবাদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সাকিব ইফতেখার বলেছেন: দেখে ফেলুন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
পলাশমিঞা বলেছেন: অতঃপর ভূতের নাম ধরে ডাকলে/তেল ছিটালে/হাবিজাবি কিছু পড়লেই ভূত আবার মরে ভূত হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি!
এখান আমার খুব ভালো লেগেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সাকিব ইফতেখার বলেছেন: :p
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
আবুল খায়ের সাইয়িদ রফিকুল হক বলেছেন: আচ্ছা দেখি, এই ছবিটা কেমন!
তবে ইংলিশ প্রায় সব হরর মুভিই আজকাল হাস্যকর মনে হয়।
তবুও দেখি এইটা কেমন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
সাকিব ইফতেখার বলেছেন: এটা আসলে আতংকিত করার মুভি!
দেখে ফেলুন।
টেনশন এবং ভয়ে থাকবেন এটা শিওর।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: রিভিউ পড়ে ডাউন লোড করতে দিলাম। খারাপ হলে কিন্তু............
রিভিউ ভালো লেগেছে। সময় করে দেখে নেবো। ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৪
সাকিব ইফতেখার বলেছেন: আগেই বলেছি আমি অযথা কোনো মুভির রিভিউ দেইনা
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
বর্ষন হোমস বলেছেন:
দেখতে হচ্ছে তাহলে।
ধন্যবাদ।