নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার লন্ডনী চাচা, রাজাকারের ফাঁসি বুঝেন, সাক্ষী দিতে কেউ আসুক বা না আসুক, কিন্তু রাজনীতিক বিচার বা রায় বুঝেন না ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬



লন্ডনের আলতাব আলী পার্কে আজকে এই ঠান্ডার মধ্যে প্রবাসী লন্ডনী চাচা একটা প্রষ্টার নিয়ে দাড়িয়ে আছেন, তাতে লেখা আছে “আমরা রাজনীতি বুঝিনা রাজাকারের ফাঁসি বুঝি” । উদ্দেশ্য শাহ বাগের মহাসমাবেশের সাথে ছয় হাজার মাইল দূর থেকে একাত্বতা প্রকাশ করা ।

অন্যদিকে, ড: মোহাম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বশরীরে দু্ইশ পঞ্চাশ মাইল দূর, সিলেট থেকে এসেছেন মহাসমাবেশ কে সফল করতে ।

দেশে বিদেশে এত পাবলিসিটি পেয়েছে, স্মরণ কালের সেরা মহাসমাবেশ, বিনা খরচে ।

চাচার মত আমরা অনেকেই রাজনীতি বুঝিনা, আর বুঝব কেমন করে, শুনলাম মানবতা বিরোধী অপরাধীর বিচার হয়েছে, সাজা হয়েছে কিন্তু সাজা না কি সঠিক হয় নাই ।

সঠিক সাজা না হওয়ার পিছনে কাজ নাকি করেছে রাজনীতি। আর এই ডাটি প্রলিটিক্সের প্রতিবাদ করতে ওই মহাসমাবেশ, আর চাচার হাতে, হাতে লিখা এই প্রষ্টার ।

ড: মোহাম্মদ জাফর ইকবাল এসেছেন ভিকটিমদের পক্ষ থেকে ডাটি প্রলিটিক্সের প্রতিবাদ করতে ।

যেহেতু, ড: মোহাম্মদ জাফর ইকবাল নিজেই এক জন মানবতা বিরোধী অপরাধের সাক্ষী ছিলেন, নিজের পিতা হত্যার । কিন্তু কোন অজানা রাজনীতিক শক্তি উনাকে এত দূরে সরাইয়া দিলো যে, নিজের পিতা হত্যার সাক্ষী দিতে শাহ বাগেরেরই কাছে আদালতে আসতে পারেন নাই । আমার লন্ডনী চাচা, রাজাকারের ফাঁসি বুঝেন, সাক্ষী দিতে কেউ আসুক বা না আসুক, কিন্তু রাজনীতিক বিচার বা রায় বুঝেন না ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

ডালিম রুমী বলেছেন: ভাই আপনারতো জাফর স্যারের জায়গায় থাকার কথা ছিল, আপনি এতো জানেন।
ভালো কিছু করতে পারেন না ভালো কথা কিন্তু ভাল কিছুর বিপরিতে কেন কথা বলেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

নন্দনপুরী বলেছেন: আমরা রাজনীতি বুঝিনা রাজাকারের ফাঁসি বুঝি” ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

নিরব একজন বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/96903/small/?token_id=b954c4e1b70ec3cdbab6f2551f02878eরাজনীতি বুঝিনা রাজাকারের ফাঁসি বুঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.