নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

আর্মির বম-গ্রেনেড বিশেষজ্ঞদের প্রতি আবেদন ।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮



আর্মির বম-গ্রেনেড বিশেষজ্ঞদের প্রতি আবেদন , আপনরা ঘটনাটি পরীক্ষা করে আসল কারনটা সবাইকে জানান ।



পুলিশ বলছে ছাত্রশিবিরের নিক্ষেপ করা ককটেলের আঘাতেই মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে গেছে ।



আবার ছাত্রশিবিরে পক্ষে বলা হচ্ছে শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সময় গ্রেনেডটি হাতেই বিস্ফোরিত হয়ে মকবুল হোসেনর হাতের কব্জি উড়ে গেছে ।



আমরা সাধারন মানুষরা কাউকেই বিশ্বাস করতে পারছিনা !



আমরা নোংরা রাজনীতি থেকে মুক্তি চাই

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

আয়রন ম্যান বলেছেন: পুলিশের কব্জি উড়ে যাওয়ার ঐ দৃশ্যটা সম্ভবত সময় টিভির সাংবাদিকের ক্যামেরায় ধারণ করা আছে। পুলিশের কব্জি উড়ে যাওয়ার মুহুর্তে সময় টিভির ক্যামেরাম্যান ঐ স্থানে ভিডিও করছিলেন। ভিডিওটা দেখলেই হয়তো আসল সত্য জানা যেতে পারে।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

আহমাদ জাদীদ বলেছেন: আমার ধারণা পিন খুলতে গিয়েই এমনটা হইছে ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

হ্যারিয়ার টু বলেছেন: তাহলে শিবিরের বোমা নিষ্পাপ, ক্ষতিকর না?

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাতো পানির মতো সহজ...

যদি বাইরে থেকে মারতো.. তবে শরীরের অন্যান্য স্থানেও জখম থাকত!

নিশ্চয়ই ক্রিকেটারদের মতো সফল ক্যাচ ধরে নাই!

ভিডিও ফুটেজ সহ বিশেষজ্ঞদের মতামত আসবে কি????

জাতি সত্য জানতে পারবে কি?

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: পুলিশ যে সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে এগুলোর কি ক্ষমতা আছে কব্জি উড়ানোর !!!!! বোকার স্বর্গে বাস :( :( :(

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
শিবির ও পুলিশের ক্রিকেট ম্যাচ হইতাছিল নাকি ?

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

তারিন রহমান বলেছেন: তাহলে শিবিরের বোমা নিষ্পাপ, ক্ষতিকর না?



X(( X(( X(( X(( X((

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

নিরব বাংলাদেশী বলেছেন: গত কয়েকদিনে যে বোমাবাজি হয়েছে এটা তারচে্য়ে অনেক বেশী মারাত্নক এবং শক্তিশালী, হাত উড়ে যাওয়া সাধারণ বোমার কাজ না। জামাতের বোম হতে পারে...অসম্ভব কিছু না। পুলিশ ও নতুন নতুন অনেক টেকনোলজি ব্যবহার শুরু করেছে যা সাধারনের ধারনার বাইরে। যাহোক এঘটনার ডিএনএ টেষ্টের জন্য যেন আলামত আবার না usa পাঠানো লাগে।

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

কে বা কারা বলেছেন: কেউ এই কতাডা কয় না যে, মকবুলের নিজের মুখে ঘটনা হুনবার চাই।

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

মহসিন১২৩ বলেছেন: খবর টা ভাল কইরা পড়েন, পড়েছেন শিক্ষানিবিশ এস আই, ঠিকমত গ্রেনেড ছোড়া প্রাকট্রিকস শেষ করতে পারে নাই, যুদ্ধে নামাইয়া দিছে, কি আর করা ৫০০০ পুলিশ বাড়তি লাগবে।

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: বোমা কেচ ধরতে গেছিল ..

এক দম দুই ক্বজি আজব বোমা কি ক্বজি টারকেট করে দুইটা মারছিল নাকি?????

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

চিন্তায় আছি বলেছেন: আমার ধারণা পিন খুলতে গিয়েই এমনটা হয়েছে, আহত পুলিশটিকে দেখে তাই বুজা যাচ্ছে

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

নিয়ামুল ইসলাম বলেছেন: সাউন্ড গ্রেনেড কব্জি উরাইয়া দিতে পারে এই কথা কোন চাঁদবাদি

বলছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.