নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

ইন্না লিল্লাহ

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

ফারুকী সাহেবকে গলা কেটে হত্যা- কি ভয়ংকর ! মনের মধ্যে কি যেন একটা ভয় ভয় লাগছিলো ।

মানুষ মানুষ কে গলা কেটে হত্যা করতে পারে ভাবতেই ভয় করে ।

একবার একটা মুরগী জবাই করতে বললেন মা । আমি পারব না বললাম । মা বলেন, আমি বেটি মানুষ হয়ে কেমনে জবাই করমু । কি আর করবো, বাধ্য হয়ে মুরগী জবাই করতে হলও ।

আরেক বার নিজ হাতে গরু কোরবানি দিবো বলে নিয়ত করলাম । ইমাম সাহেবকে বললাম আমার পাশে থাকার জন্য । ইমাম সাহেব কে জিজ্ঞাসা করালাম কি কি বলতে হবে জবাই করার আগে । ইমাম সাহেব বললেন, বিসমিল্লাহ , আল্লাহ আঁকবার বলেই হবে । জানতে চাইলাম, আরও যে ৬ নাম আছে এদের নাম কি বলতে হবে ন?

ইমাম সাহেব বললেন, তুমার তো জানা আছে কার কার নামে কোরবানি দিচ্ছও । বললাম হ্যাঁ ।

ইমাম সাহেব বললেন, ঠিক আছে - মুখ দিয়ে আর বলতে হবে না - অন্তরে আছে।

বিসমিল্লাহ , আল্লাহ আঁকবার বলেই কয়েক সেকেন্ডে কোরবানি আদায় করলাম ।



ফারুকী সাহেব কে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মনে হল, আমিতো ইন্না লিল্লাহ পড়ি নাই ।

কেন পড়লাম না ? নিজের কাছে প্রশ্ন করলাম ।

ফারুকী সাহেব আমার বিশ্বাসের দুশমন ছিলেন তাই বলে কি ইন্না লিল্লাহ পড়তে ভুলে গিয়ে ছিলাম !

এই ভাবে কারো মৃত্যু হউক এটা কোন কাম্য নয় - কোন দিন ছিলও না ।



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন: নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।

এই দোয়া তো আমরা নিজের জন্য পড়ি । বন্ধু হউক আর দুশমন হউক আমরা সবাই তো “ তাঁরই সান্নিধ্যে “ যেতে হবে ।



ফেইস বুকে ফারুকী সাহেবের হত্যার খবরের সাথে আরেকটা ভিডিও শেয়ার করলাম ।



ফানাফিল্লায় পেীঁছলে নামাজ রোজা লাগে নাঃ শাইখ নুরুল ইসলাম ফারুকী: http://ow.ly/ANGD7

কিছু ক্ষণ পর মেসেজ আসলো : ফানাফিল্লাহ মানে কি?

গুগলে খোঁজতে লাগলাম ফানাফিল্লাহ মানে কি?পেয়ে গেলাম



ফানাফিল্লা হচ্ছে আল্লাহ সাথে মিশে যাওয়া । ফানা + ফি +আল্লাহ, ফানা অর্থ ধ্বংস বা মিশে যাওয়া । আর আল্লাহ সাথে মিশে যেতে পারলে, তুমি আর তুমি থাকবে না, তখন তুমি কে আর আল্লাহ কে, আল্লাহ মাঝে তুমি, তুমার মাঝে আল্লাহ ।



কে লিখছে? আরে এটা তো আমারই পুরানো পোষ্ট : http://ow.ly/ANQYf



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

ফিলিংস বলেছেন: "ফারুকী সাহেব আমার বিশ্বাসের দুশমন ছিলেন তাই বলে কি ইন্না লিল্লাহ পড়তে ভুলে গিয়ে ছিলাম !...

------আপনি কি আল্লাহতায়ালা বাদে অন্য কাউকে বিশ্বাস করেন।

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২১

মোঃ আয়ান মিয়া বলেছেন: অনেকের কথা বিশ্বাস করি, ছোট খাটো মত পার্থক্য থাকতে পারে যেহেতু জানা ও বুঝার সীমাবদ্ধতা আছে ।
[ যদি আল্লাহতায়ালা বাদে আল্লাহ'র নবী রাসুল উদ্দেশ্য না করেন ]
- আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.