নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমস্টারডাম -

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে বাহির হয়ে স্টেশনের কিছু ছবি তুলে স্টেশনের ঠিক উল্টা দিকে হাটতে থাকলাম । নোটে লেখা ডাইরেকসন মত ডামাক রোড পেয়ে গেলাম ।



সেন্ট্রাল ট্রেন স্টেশনের নিচে মেট্রো বাহিরে বাস-ট্রাম স্টেশন ।



বাস ট্রাম স্টেশনের মাঝে আবার বোট স্টেশন ।



বোট স্টেশনের পাশে নদী ঘেঁষে বিশাল এক সাইকেল পারকিং ।



ডামাক রোডের ফুটপাত দিয়ে হাটচ্ছি, সামনে বাঁ দিকে একটা ছোট গলি রাস্তা আছে - সেই রাস্তা দিয়ে সামান্য হাঁটলে একটা হালাল খাবার দোকান পায়া যাবে । এই দিক সেই দিক দেখচ্ছি, চোখে পড়লো 'সেক্স মিজিউম' ।



এটা আবার কি! সেক্স মিজিউম সম্বদ্ধে কোন ধারনা নেই । গলি পথে হালাল খাবার খেয়ে - আবার সেন্ট্রাল ট্রেন স্টেশনের দিকে আসছি, সেক্স মিজিআমের কাছে আসতেই মনে হল - এখন যদি ছেলে প্রস্ন করে বাবা সেক্স মিজিউম কি, এখানে কি হয়? আড় চোখে দেখে কিছুই বুঝলাম না - ট্রাম স্টেশনে আসলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে ।



ট্রাম, ডাম স্কোয়ার এর পাশ দিয়ে গেল - আহামরি কিছুই না । আমস্টারডামের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে ডাম স্কোয়ার এবং এর পাশে আছে রয়্যাল পেলেইচ । সবই পুরাতন । ডাম স্কোয়ার থেকে মাইল দুএক দুরে হোটেল ।



ট্রাম থেকে নেমে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলাম হোটেলে। হোটেলে চা-টা খেয়ে কিছু রেস্ট নিয়ে আবার রেডি হলাম শহর ঘুরে দেখতে ।



নামে ডাচ রাজধানী আমস্টারডাম কিন্তু কাজে হেগ । আমস্টারডামের সুন্দর হচ্ছে খাল । আমস্টারডাম খালের শহর । যে দিকে যাও সেই দিকে খাল । খালের দু'পার পাকা । বোট দিয়ে শহর ঘুরা যায় । আমস্টারডাম সাইকেলেরও শহর । ছোট বড় সবাই সাইকেল চালায় । সাইকেলের জন্য আলাদা লেইন আছে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২০

মোঃ আয়ান মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

সোহানী বলেছেন: ভ্রমন পোস্টে ++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২১

মোঃ আয়ান মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ভাল লাগল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২০

মোঃ আয়ান মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: ভ্রমন পোষ্ট আমার সবসময় পছন্দ । কারন নতুন জায়গা সম্পর্কে না গিয়েও জানা যায় এবং পরবর্তী কোন সময় ঘুরতে গেলে হয়তোবা কাজে লাগবে ।
ধন্যবাদ শেয়ার করার জন্য । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২১

মোঃ আয়ান মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.