নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম চাঁদ

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৮



‘যাহা বলিবো তা করিবো, যা করিবো তাহা বলিবো’
হায়, তা তো কবিতায় নাই,
কবিতা লিখা আমার কাজ না,
নিরাশ হবো না, হতাশা যে এসে যায়।

আবেগ চাই, সূর্য কে চাঁদ দিয়ে ঢাকতে চাই,
সাম্য চাই, ছোট বড় এক রেখায় দেখতে চাই,
হাতের রেখায় ভাগ্য নাই,
মরতে চাইলে মরা যায়।

ধর্য্য ধরে দেখছি হায়,,
আইন বাইন আছে যা আইনের খাতায়,
হায়,আদালত দেখলে নিমাঙ্গ দেখায়,
মসজিদে যায় মন্দিরেও যায়,
নাচে গায়, ওয়াজীরে ওয়াজ শুনায়,
ক্ষমতা যে ইতর প্রানীর হাতে যে হায়!

ওই যে ভবিষৎ, নিজ হাতে দেখা যায়,
মৃত্যু কাম্য নয়, মৃত্যুর দ্বার দেখেছি যে হায়,
বাচঁতে চাই, মরতে যে হবে ভাই,
আপন পর কারও রক্ষা নাই!





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির এক ছোঁয়া দোলা দিয়ে গেলো কবি দা ভাল থাকবেন সব সময়

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৮

মোঃ আয়ান মিয়া বলেছেন: আপনিও ভাল থাকুন, ধন্যবাদ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যত অন্যায়ই করো যত দুর্নীতি করো মরতে তো হবে,
ভালো মন্দ সবারই একদিন পতন ঘটে

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৬

মোঃ আয়ান মিয়া বলেছেন: বাস্তব, ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী আবোলতাবোল লেখেন, মিয়া? ভাবনাচিন্তা করে লিখুন।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৪

মোঃ আয়ান মিয়া বলেছেন: আপনি তো আমার মনের কথা বলে দিয়েছেন, আবোলতাবোল। ভয়কে যখন জয় করতে পারবো, তখন ভাবনাচিন্তার করে কি লিখবো বা কি লিখবো না তখন দেখা যাবে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪০

মোঃ আয়ান মিয়া বলেছেন: ধন্যবাদ, অকবিতাকে কবিতা বলার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.