নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে - জানতে চাই - বলতে চাই

মোঃ আয়ান মিয়া

প্রবাসী বৃটিশ বাংলাদেশী[email protected]

মোঃ আয়ান মিয়া › বিস্তারিত পোস্টঃ

নফসঃ নিজের অনুসন্ধান

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯

ছবি: মাহিয়া মাহির লাইভ

একটা ছেলে একটা মেয়ে, ছব্দনাম মুরাদ এবং মাহি।
মাঝে মাঝে মাহির সাথে মুরাদের, পথে মধ্যে দেখা হতো, মাহি একটা মৃদু মিষ্টি হাসি দিতো কিন্তু কোন কথা হতো না।
একদিন মাহির বিয়ে হয় এবং শশুর বাড়ী চলে যায়। কিছু দিন পর মুরাদ বিষ পান করে আত্মহত্যা করে। কয়েক মাস পর মাহিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মুরাদ কেন বিষ পান করলো তার তদন্ত করতে গিয়ে পাওয়া গেল কয়েটি গানের কলি তার খাতার মধ্যে।
‘শুধু তোমাকে চাই, তোমাকে’, ‘যারে চাইলাম তারে কেন পাইলাম না রে’।

তদন্ত শেষে মুরাদের আত্মহত্যার জন্য কাউকে দায়ী করা গেল না, ধরে নেওয়া হয়েছে গোপনে সে কাউকে ভাল বাসতো।
(১) মুরাদের আত্মহত্যার জন্য সে নিজে দায়ী অর্থাৎ তার নফস দায়ী।

‘যারে চাইলাম তারে কেন পেলাম না’,
সে না পাওয়ার কারনে সে হতাশা আর অন্তর জ্বালায় ভুগছিল।
অর্থাৎ (২) তখন সে তার নফস এর উপর অত্যাচার করছিল।

‘আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে’,
সে প্রচন্ড রকম স্বার্থ পর ছিল, তার কাছে অন্যের চাওয়া পাওয়ার কোন মুল্য ছিল না।
অর্থাৎ (৩) তার নফস ছিল অসুস্থ।

এই নফসের অসুস্হতার কারনে সে আত্মহত্যা করে।

আমরা জানি, হায়াত মউত আল্লাহর হাতে, এতে মনে করতে পারি যে, প্রত্যক কিংবা পরোক্ষ ভাবে মুরাদের আত্মহত্যা করার পিছনে তাঁর হাত ছিল!

—————————-অসমাপ্ত ————————-

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



ইংরেজদের দেশটাকেও ইয়েমেন বানাতে হবে?

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



লন্ডন গেছেন, কাজকর্ম করে, উপার্জন করে ভালো থাকতে; ইংরেজরা ধর্মকর্ম আপনার থেকে ভালো বুঝে; আপনাকে সেগুলোর জন্য নেয়নি, নিয়েছে সমাজে একজন ভালো নাগরিক হতে কাজকর্ম করে ভালো থাকতে।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: ...... আরো অনেকে দেশের সেলে বেটি :D

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৫

বিটপি বলেছেন: Murad Takla kata bal falti pic disc can,













বাংলা অনুবাদঃ মুরোদ থাকলে কথা বল, ফালতু পিক দিচ্ছিস কেন?

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ৫ নং মন্তব্য দেখে হাসি আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.