![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের কিছু সহজাত চাওয়া বা স্বপ্ন থাকে। যা জোড় করে নয় মনের ভিতর থেকে আসে। বাংলাদেশের বেশীরভাগ মানুষের এমন একটি চাওয়া হলো CWC এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হারাক ইন্ডিয়াকে। পাকিস্তান চ্যাপ্টার অনেক আগেই শেষ। পাকিস্তান পিরিয়ডে জন্ম হয়নি, তাই জানিনা অত্যাচার কতটুকু হয়েছে, এতটুকু জানি আমরা অত্যাচারিত হয়েছি, খালি মাইর খাই ! তারাও আমাদের মারছে, এরাও(ইন্ডিয়া) মারে, শুধু ধরন ভিন্ন। তবে ইন্ডিয়ার অনেক কর্মকান্ড স্বাধীন দেশ হিসেবে নিজের অহঙে গিয়ে লাগে, জাস্ট অপমানিত হই। বর্তমানে কি সমাজনীতি, কি রাজনীতি,অথবা অর্থনীতি,ধর্মনীতি, সংস্কৃতি, তিস্তার পানি বন্টন অথবা ফারাক্কার বাধ সব দিক দিয়ে ইন্ডিয়াই বাংলাদেশের একমাত্র শত্রু। বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারবে না ইন্ডিয়ায় কি পরিমান বাংলাদেশ বিদ্বেস কাজ করে। কয়েকমাস আগে এক ইন্ডিয়ান নেতা বলেছিল বাংলাদেশ এর এক তৃতীয়াংশ ভুমি দখল করতে! আর ঐ দিন সৈয়দ ফরিদ নামে এক ইন্ডিয়ান ব্যাবসায়ী বাংলাদেশী সন্দেহে নির্মম নির্যাতনে নিহত হলো। আমরাতো ভিক্ষা করি না টাকা দিয়ে কিনে খাই তারপরো সময়ে সময়ে ইন্ডিয়া বাংলাদেশে খাদ্য দ্রব্য রপ্তানী বন্ধ করে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করে। ইন্ডিয়ান সীমান্তে প্রায় ১৫০ টি ফেন্সিডিল কারখানা আছে, তাছাড়া ইন্ডিয়া থেকে অবাধে বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশী চ্যানেল গুলো পর্যন্ত ইন্ডিয়ায় দেখায় না, তবে ইন্ডিয়ান চ্যানেল থেকে ঠিকই বাংলাদেশে ব্যাভিচার-কুটিলতা-জটিলতা-পরকীয়া ডিস্ট্রিবিউট হচ্ছে । ইন্ডিয়ান চ্যানেলগুলো পরকীয়া-কে মোটামুটি একটা শিল্পের পর্যায়ে ধার করিয়েছে!!! এইবার আসি স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়ার সহযোগিতার প্রসঙ্গ , যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে এই সহযোগিতা নিঃস্বার্থতো ছিলই না, উল্টো বৃহৎ কোন স্বার্থ হসিলে ছিল এই সহযোগিতা। কতটুকু আর লিখবব? সব বাদ দিয়ে সব শেষে ক্রিকেট এর কথা ই বলি, অনেক চেষ্টার পরো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া যেতে পারেনি! কারন ইন্ডিয়া বাংলাদেশকে আমন্ত্রন জানায় না, কারন বাংলাদেশ এর সাথে খেলা লাভজনক নয়!!
আইউব
-fb.com/ayubkhan999
-follow on twitter @AyuubPresents
-Instagram/ayuubkhaan
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৬
আইউব আহমেদ খাঁন বলেছেন: কিভাবে ?
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনার দৃস্টিভংগি পুরাতন আমলের।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনার মত ভাবনার লোকেরা অন্যের দোষ দিয়ে সময় কাটায়