নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুনিয়াটা আজব। আমিও আজব...

অাজব দুনিয়া

অাজব দুনিয়া › বিস্তারিত পোস্টঃ

স্পেনের মাদ্রিদে রাতের জীবন যেমন...

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮


বসবাসের জন্য স্পেন আসলেই দারুণ এক জায়গা। যদিও আয়রোজগার ইউরোপের অন্য দেশের তুলনায় একটু কম তবু আবহাওয়া, পরিবেশ--- ইত্যাদি সব মিলিয়ে মাদ্রিদ চমৎকার এক ডেস্টিনেশন। প্রতিবছর সারা পৃথিবী থেকে প্রচুর পর্যটক আসে স্পেনের রাজধানী মাদ্রিদে।

এই মাদ্রিদ নানা কারণে বিখ্যাত। পৃথিবীর অন্য আর দশটি নামকরা শহরের মতোই নানান বৈচিত্র্যে ভরপুর। বলা হয়ে থাকে, মাদ্রিদ কখনও ঘুমায় না। মাদ্রিদের আবহাওয়া ইউরোপের অনেক দেশের তুলনায় ভালো হওয়ায় শহরটি সবসময়ই যেন জমজমাট থাকে। বিশেষ করে রাতের বেলায় মানুষজন তাদের জীবনটা বেশ উপভোগ করে।



মাদ্রিদের পরিবহন-ব্যবস্থাও বেশ সমৃদ্ধ। সেই সঙ্গে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি না থাকায় মানুষজন বেশ স্বাচ্ছন্দ্যে বাইরে যেতে পারে। মাদ্রিদ শহরজুড়েই রয়েছে ডিসকো, নাইটক্লাব, পাব ইত্যাদি।

ছুটির দিনগুলোতে বিশেষ করে উইকেন্ডে তরুণ-তরুণীরা মেতে ওঠে আড্ডায়, গল্প-গুজবে। কেউ যায় ডিসকোতে, থাকে নানান পার্টিও। সবমিলিয়ে রাতটাকে নিজের মতো করে উপভোগের দারুণ এক জায়গা মাদ্রিদ!

ওপরের ভিডিওটি থেকে আমি বেশকিছু ধারণা পেয়েছি মাদ্রিদ শহর সম্পর্কে। আপনারাও দেখে নিতে পারেন মাদ্রিদের রাতের নানান দৃশ্য। ভিডিওটিতে রয়েছে বিভিন্ন ডিসকোর দৃশ্যও। দেখতে পাবেন রাতের মাদ্রিদ শহরটা দেখতে ঠিক কেমন... সব মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে। স্পেন এবং মাদ্রিদ সম্পর্কিত আরও ভিডিও রয়েছে এখানে... view this link

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি মাদ্রিদ'এ আছেন, নাকি গিয়েছিলেন, নাকি ভিডিও দেখে বলছেন?

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

অাজব দুনিয়া বলেছেন: সবই--- গিয়েছিলাম, আছি এবং ভিডিও দেখেও বলছি...

২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাদ্রিদ শহরজুড়েই রয়েছে ডিসকো, নাইটক্লাব, পাব ইত্যাদি।
ছুটির দিনগুলোতে বিশেষ করে উইকেন্ডে তরুণ-তরুণীরা মেতে ওঠে আড্ডায়, গল্প-গুজবে।
কেউ যায় ডিসকোতে, থাকে নানান পার্টিও। সবমিলিয়ে রাতটাকে নিজের মতো করে
উপভোগের দারুণ এক জায়গা মাদ্রিদ!


এই কারনেই কি মাদ্রিদ ভালো ?

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

অাজব দুনিয়া বলেছেন: ঠিক তা না, নিরাপত্তা, আবহাওয়া ইত্যাদির কথাও বলা হয়েছে। আপনার চোখ কেন সেসব এড়িয়ে গেলো, বুঝে পাই না!

৩| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৫

আজাদ প্রোডাক্টস বলেছেন: অসাধারণ লিখেছেন। মাদ্রিদ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো উনারা যেন আপনাকে উনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নেয়

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫

অাজব দুনিয়া বলেছেন: হাহহাহাহহা

৪| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ঠিক তা না, নিরাপত্তা, আবহাওয়া ইত্যাদির কথাও বলা হয়েছে।
আপনার চোখ কেন সেসব এড়িয়ে গেলো, বুঝে পাই না!

যেহেতু সব ছাপিয়ে ওগুলোকেই হাই লা্ইট করা হয়েছে তাই।
Don'mind

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭

অাজব দুনিয়া বলেছেন: মাইন্ড করি নি, 'রাতের জীবন' যেহেতু, তা-ই সেগুলোই স্বভাবত একটু বেশি হাইলাইট হবে

৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন দেশের রাতের জীবন সবচেয়ে ভালো বলে আপনার মনে হয়?

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

অাজব দুনিয়া বলেছেন: এটা অনেককিছুর ওপর নির্ভর করে, তবে স্পেন-পর্তুগাল অনেক ভালো বলে মনে হয়, যেহেতু নিরাপত্তা তুলনামূলক অনেক বেশি

৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আমার পছন্দ আমস্টারডাম।

০৭ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৯

অাজব দুনিয়া বলেছেন: শুনে খুব ভালো লাগলো

৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৭

নেওয়াজ আলি বলেছেন: ঢাকায় আছি ভালো আছি। আমার সোনার বাংলা

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৪:০০

অাজব দুনিয়া বলেছেন: শুনে খুব ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.