![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।
সুধী। অপরাধ ক্ষমা করবেন । কোনো বাক-বিতণ্ডা নয় আর। হাতে সময় কম, সিদ্ভান্ত যা নেয়ার আজই নিন। জাগুন, ভাবুন। চলুন বিবেকবান মাত্রই গণঅনশন কর্মসূচি গ্রহণ করি ও এই আওয়ামী লীগ ও বিএনপি নামের দুইদলের দুই প্রধান নেত্রীকে এক রিক্সায় চড়তে বাধ্য করি অথবা তাদের বুড়িগঙ্গায় চুবিয়ে ঠাণ্ডা করি। আসুন, জাগুন।
আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ মন্ত্রীর ‘যাচ্ছে তাই মন্তব্য’ এবং বিএনপির একগুয়েমীতে শুধু মাত্র ক্ষমতা’ তত্ত্ব নিয়ে রাজনীতির জন্য অবরোধের এই ডাক শুনেও যদি দেশের বিবেকবান মানুষের বিবেক না জাগে, যদি আজো ঘুমিয়ে থাকেন নিশ্চুপতার আঢ়ালে, তবে ধিক আপনার জন্মের প্রতি। ধিক আপনার ধর্মের প্রতি। যে সন্তান মায়ের মনের অশান্তিতে চুপ হয়ে থাকে সে সন্তান নামের কুলাঙ্গার ছাড়া আর কিছু নয়। যে ধর্মভিরু প্রতিবেশীর ক্ষতি মুখ বুঝে দেখে, সে কখনোই ধার্মিক নয়।
বাংলাদেশ নামের ‘মা’ আজ বড় কষ্টে আছে। এ দেশের ষোল কোটি মানুষ দুটি দলের পরিবার তন্ত্রে জিম্মি হয়ে আজ আতঙ্কিত জীবন যাপন করছে যখন। তখন দল নিরপেক্ষ ভাল মানুষেরা যদি চুপ করে ঘরে বসে থাকেন তাহলে, আপনাদের এভাবে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভদ্র ভাষা জানা নাই। তাই অনুরোধ জাগুন। না কোনো সহিংশতা নয়, ভদ্র ভাষায় একতা নিয়ে জাগুন ।
যদি সত্যিকারের দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালবাসা থাকে তাহলে আর দেরি নয়, এই দুই দলের মদ্যে সংঘাত শুরুর আগেই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এদের প্রতিহত করি। এঁরা যদি আমাদের ভালো না চায় তাহলে এদের চিরতরে বয়কট করবো। আর যদি এরা দেশপ্রেমিক হয়, মানুষকে ভালবাসে তবে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক রিক্সায় চড়ে জাতীয় সংসদ ভবন থেকে প্রেসক্লাব বা সহরাওয়ার্দী উদ্যানে আসতে বাধ্য করব আমরা। এজন্য আমাদের কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে। এটা হয়ত অনিশ্চয়তা। তবুও যদি আমরাহাজারো লোক একত্র হয়ে অনশন ধর্মঘটের ডাক দেই ও বলি, “আওয়ামী লীগ ও বিএনপির এই দুই নেত্রী এক রিক্সায় চড়ে, হাতে হাত ধরে এসে আমাদের অনশন ভঙ্গ করাবেন। তানা হলে এদের ৫দিন পর সারাদেশে তাদের বয়কট করার আন্দোলন গড়ে তোলা হবে।
আল্লাহ কসম। ভয় পাবেন না। এই ৫ দিন না খেয়ে কেউ মরবে না। দুর্বল চিত্তের কেউ যদি মারাও যাই, ভয় নাই, একটি মৃত্যু হয়ত এই দেশের ষোলকোটি মানুষকে জাগিয়ে দেবে এবং সত্যিকারের জাগরণে ভেসে যাবে এই দুটি দলের নেতৃত্ব।
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
আহলান বলেছেন: এই সব বলিয়া কোনোই লাভ হইবে না ভাই..... আওয়ামিলীগ বা বিএনপির বিকল্প কোন গোষ্ঠি এখনো পয়দা হয়নাই ..... সুতরাং ... আপনার এই আহ্বান এই পর্যন্তই ...
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
নতুন বলেছেন: সমস্যা হইলো আমরা জনগন কম দলের কমী` বেশি.... তাই আমরাই নিজেদের সুবিধার জন্য দল চাই...
আমার আপনার মতন জনগনই এই চিন্তায় এক মত হবে...
বাকি সবাই কিন্তু কোন না কোন ভাবে দলের সুবিধা নি্চ্ছে...তাই তারা দলের সুবিধা চাইবে... তারা দলের সমথ`ক..কমী`..
দেশে জনগন কম দলের কমী` বেশি...
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
শাহিন মিশু বলেছেন: সুন্দর প্রস্তাব, সর্বজনগৃহীত,পবিত্র ভাবনা,কিন্তু ফিউচার ইম্পসিবল টেন্স ।আপত্তিকর ও হতাশাব্যঞ্জক হলেও সত্য যে ভৌগলিক কারনে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বের ম্যাপের যে অবস্থানে আছে সেই অবস্থানের সাপেক্ষে লেখকের সে মুক্ত ভাবনাটি কখনোই সম্ভব নয়।যদি এবং কেবল যদি বাংলাদেশের অবস্থান কাঠামোটি কোনো কাল্পনিক কাঠামোতে প্রতিস্থপন করা যায় শুধুমাত্র তখনই এই ভাবনা বাস্তবায়ন সম্ভব।
ছোট উদাহরনঃ গর্ভধারিণী মা ও জন্ম দাতা পিতা হওয়া স্বত্বেও যে সন্তান চিরদীন অন্য পুরুষ ও নারীকে মা-বাবা বলে সম্বোধন করে ও তাদের মন পেতে চায়,সেই রুপক মা-বাবা যেমন সেই কুলাঙ্গার সন্তানের কখনোই আপন হতে পারেনা বরং তারা আদুরে মা-বাবার অভিনয় করে যায়,ঠিক তেমনি আমাদের দেশের মানুষের ভাগ্যও তেমন উদাহরনের প্রতিচ্ছ্ববি।
মুটামুটি বৃটিশ পিরিয়ড হতে আজ অবধি বাংলার ইতিহাস বিশ্লেষণই উদাহরনের জন্য আরেক উদাহরন।
সেই মতে @ নতুন সাহেবের করা কমেন্টই আমাদের জন্য দিন শেষের সান্ত্বনা .....................
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
দুর্বার বলেছেন: প্রবাশে বসে এমন একটি বিল্পবের অপেক্ষায় আছি।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
বাংলার চিঠি বলেছেন: ধন্যবাদ সবাইকে। তবে কাউকে না কাউকে শুরু করতে হবে, সবাই যদি কেউ করবে আশায় বসে থাকি তাহলে কোনোদিনই পরিবর্তন আসবে না। জাতির জনক বঙ্গবন্ধু যদি আওযামী লীগ তৈরি না করতেন তাহলে মজলুম জননেতা মাওলানা ভাসানী হয়তো সারা জীবন আন্দোলনই করে যেতেন বাংলাদেশ হতোনা।
রাস্তা তৈরি হলে সে রাস্তায় মানুষ হাঁটবেই। আসুন আমরাই চেস্টা করি
https://www.facebook.com/BBAAP
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২
বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই আপনার এই চাওয়া কোনোদিন পূরণ হবে না। অনন্ত জলিলকে ডাকতে পারেন..
৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
ডেড আকাশ বলেছেন: জনগন খারাপ তাই সরকারি দল খারাপ
জনগন খারাপ তাই বিরোধী দলও খারাপ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
স্বপ্নতরী (রাজু) বলেছেন: কিছুক্ষনের মধ্যেই দেখবেন কেউ একজন কমেন্ট করেছে "আপনি জামাতের লোক" তাই এই দুই নারী নেত্রীকে চান না!
ভাই আমরা মুলাখোর জাতী। গাধার সামনে যেমন মুলা রেখে মাইলের পর মাইল বোঝা টানানো হয় - ঠিক তেমনি আমাদের সাধারন পাবলিকের সামনে "গণতন্ত্র" নামক মুলা ঝুলানো আছে।
গণতন্ত্র আপনি আমি কেউই চাইনা - আমরা চাই দুই বেলার অন্ন এবং চলার মত আর্থিক স্বচ্চলতা।
তারা "জনগন" চায় বলে যে বুলি আওড়ায় তা আসলে একজনের ক্ষমতায় টিকে থাকা এবং অন্যজনের ক্ষমতায় বসার লড়াই।
গনতন্ত্র দিয়ে কি আমাদের পেটে ভাত আসবে?
এই দুই দলের কাউকে দেখছেন "তেলের দাম কমানোর জন্য আন্দোলন, সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন, কিংবা খাদ্যে বেজাল বন্ধের আন্দোলন করছে?"
তাদের আন্দোলনের ফলাফল তারা কি চায় সেটা বুঝতে জ্ঞানি হওয়া লাগবে?