নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার চিঠি.। এই বাংলার প্রতিটি মানুষের মনের কথা বলে

বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।

বাংলার চিঠি

বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।

বাংলার চিঠি › বিস্তারিত পোস্টঃ

লিটলম্যাগ চত্বরেও জায়গা পেলনা সাহিত্য বাজার

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬


অবশেষে অমর একুশে বইমেলা ২০১৫ এর লিটলম্যাগ কর্ণারেও স্থান পেলনা সাহিত্য বাজার। স্টলের জন্য মিডিয়া ক্যাটাগরিতে ২০১৩ ও ১৪ সালে এক ইউনিট স্টল চাইলে, ‘বাজার দেবনা’- বলে বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান আগামিতে সাহিত্য বাজারকে লিটলম্যাগ কর্ণারে আবেদন করতে বলেন। এবারও সাহিত্য বাজার ২টি আবেদন জমা দেয়। একটি শিল্পৌষী নামের প্রকাশনা (নয়টি ভালো মানের বই রয়েছে) আবেদন নং 281 ও মিডিয়া ক্যাটাগরিতে পৃথক আবেদন যুক্ত করে 282 নং আবেদন জমা দেয়। কিন্তু দুর্ভাগ্য, অজ্ঞাত কারণে তাদের কে কোনো স্টল না দেয়ার বিষয়ে বদ্ধপরিকর বাংলা একাডেমি কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে লিটলম্যাগ কর্ণারে আবেদন করলে সেখানেও সাহিত্য বাজার অচ্ছুত হয়েছে। (যদিও আবেদনপত্রের শর্তনুযায়ী সাহিত্য বাজার এখানে সবার আগে স্টল পাবার দাবি রাখে।)

লিটলম্যাগ বরাদ্ধের দায়িত্বরত কমিটির আহ্বায়ক কবি সরকার আমিন জানান, সাহিত্য বাজারকে স্টল দিলে অন্য লিটলম্যাগ ওয়ালারা ধর্ম ঘট ডেকে বসে থাকে, স্টল খোলেনা। ২০১০ সালে এমন ঘটনার প্রেক্ষিতে সাহিত্য বাজারকে মিডিয়া ক্যাটাগোরিতে ১ ইউনিট স্টল বরাদ্ধ দেয়া হয়েছিল। বর্তমান মহাপরিচালক সাহিত্য বাজারকে কেন স্টল দিচ্ছেন না তা আমি জানিনা। তবে সাহিত্য বজার চাইলে লিটলম্যাগ চত্বরের উম্মুক্ত স্থানে বসতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.