নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার চিঠি.। এই বাংলার প্রতিটি মানুষের মনের কথা বলে

বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।

বাংলার চিঠি

বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।

বাংলার চিঠি › বিস্তারিত পোস্টঃ

াননীয় নেত্রী দ্বয়ের দৃষ্টি আকর্ষন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫


সম্মানীত নেত্রীদ্বয়,
বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। ক্ষমতায় যাবার ও ক্ষমতা ধরে রাখার খেলায় মত্ত হয়ে তোমরা যেভাবে নিরিহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছ তা দেখে এ কথা নিশ্চিত বলা যায় যে তোমরা মুসলমান নও। কারণ কোনো মুসলমান কখনোই নিরিহ মানুষ হত্যার কারণ হবে না। এটা পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। অভিশম্পাত তোমাদের উপর, সমগ্র জাতির অভিশাপ। তোমরা দুজনের কেউ ই সাধারণ মানুষের কথা ভাবনি। ভবছোও না। শুধু নিজেদের স্বার্থ রক্ষা কখনোই কোনো মুসলমানের কাজ হতে পারেনা।

প্রথমত: বিএনপি যে অবরোধ হরতাল দিয়ে আজ জাতিকে পেট্রোলবোমায় পুড়িয়ে মারছে, এই রাস্তা বিএনপিকে আওয়ামী লীগ চিনিয়েছে। আওয়ামী লীগ যদি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে টানা ২ দিন সরকারী অবোরোধ না দিত তবে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। তারপরও সুযোগ ছিল এই অবরোধ থামাবার। নাটক না করে শেখ হাসিনা সরাসরি ফোনে কথা বলে খালেদাকে সহানুভুতি জানাতে পারতেন। তিনি তা না করে নাটক করলেন।

২য়ত: খালেদা জিয়া , শেখ হাসিনাকে বাধ্য করতে জাতিকে বিপাকে না ফেলে নিজে অনশনে গেলেই পারতেন। ক্ষমতার লোভ না করে, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে পারতেন। তিনি তা করলেন না।

তৃতীয়ত : দুই নেত্রী সম্ভবত ভুলে গেছেন তারা মুসলমান, তারা নামাজ পড়েন। আজ নয়তো কাল তাদের মরতে হবে ও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
মাননীয় দ্বয়, আপনাদের এক পা কবরে রাখা আছে যে। দয়া করে শান্ত হোন ও আমাদের শান্তিতে বাঁচতে দিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

নিলু বলেছেন: তবে এই অবস্থার জন্য , দোষ / ত্রুটি কার কম / বেশী তা নির্ধারণ করতে হবে ,

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

সুমাইয়া রহমান বলেছেন: কেউ শুনে না কারো কথা...

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

বাংলার চিঠি বলেছেন: mুসলমান যে তাকে যে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সে টা যদি নিজের বাপ হয়, তবুও। কে দোষী সেটা আর বিচার করার সময় নেই। দুজনেই সমান দোষী এটা্ ন্যায় বিচার এই মূহুর্তের প্রেক্ষাপটে। আমরা আর একটিও আগুনে বা বোমায় পোড়া লাশ কিম্বা ক্রশফায়ারে হত্যাও দেখতে চাইনা। আসুন এই একটি জায়গায় ঐক্যমত তৈরি করি। দুইনেত্রীকে আর কত , এবার একদম আনকোড়া নতুন, এদের বংশের বাইরের কাউকে, পাল বংশের গোপালের মতো কাউকে সিংহাসনে বসিয়ে দেখি কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.