![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের আমজনতা পরিষদ (বাপ) নিয়ে কাজ করা। সাধারণ মানুষের সেবায় এই বাংলার চিঠি।
আসুন আমরা মৌলবাদ বা মৌলবাদী শব্দটির ব্যবহারে সতর্ক হই। এটার ব্যবহারের মাধ্যমে আর কখনো কোনো ধর্মীয় বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীদের আঘাত না করি । আসুন এটাকে গালি হিসেবে ব্যবহার বন্ধ করি ।
কারণ, না জেনে না বুঝে আমরা মৌলবাদ শব্দের ব্যবহার করে প্রকৃতপক্ষে নিজেদের পূর্বপুরুষকেই গালি দিচ্ছি ।
মৌলবাদ - বাংলা অভিধান মতে - যার অর্থ কট্টরপন্থী বা সত্যিকারের ঐতিহ্যের ধারক।
অক্সফোর্ড অভিদান মতে - ধর্মীয় অন্ধ অুসারী (মুসলমান) ও (প্রটেস্টান খ্রীস্টান) ।
আর আমার মতে, যে কোনো বিষয়ের মূল সত্য নিয়ে কাজ করাই মৌলবাদ । যে হিন্দু পবিত্র বেদ অনুসরণ করে ও তা অক্ষরে অক্ষরে পালনকারী সে বা তারা হিন্দু মৌলবাদী। একইভাবে পবিত্র বাইবেল ও কোরআন অনুযায়ী যে পথচলে সেও মৌলবাদী।
বিশ্বাষ করুন, তারা কেউ কখনোই কোনো অন্যায় করতে পারেনা । কারণ তারা মৌলবাদী এবং ধর্মীয়ভাবে অনেক অনেক জ্ঞানী।
আমরা বর্তমান প্রেক্ষাপটে যাদের মৌলবাদ বলে গালি দিতে চাই, তারা আসলে ধর্ম অজ্ঞ। তারমানে মৌলবাদ নয় শব্দটা হবে ধর্মাজ্ঞ বা ধর্মীয় উম্মাদ বলা যেতে পারে। এরা নিজের ধর্ম সম্পর্কে একটু আধটু শুনেই লাফ ঝাপ শুরু করে দেয়।
তাই দয়া করে, হিন্দু মুসলিম ও খ্রীস্টান ঐক্য নষ্ট করতে - পশ্চিমা ইহুদী ষড়যন্ত্রকে প্রশ্রয় না দিয়ে সত্যকে জানুন । পবিত্র গ্রন্থ বেদ, বাইবেল আর কোরআন পড়ুন, বুঝুন ও তার অনুসরণ করুন । ইহুদী সম্প্রদায় সংখ্যায় খুবই কম হলেও ওরাই বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী জাতি । ওদের শক্তি ওদের কূটবুদ্ধি । যে বুদ্ধির জোরে ওরা আমেরিকা ও ব্রীটেনকে নিয়ন্ত্রণ করছে ।
আমাদের ঐক্যই ওদের একমাত্র শত্রু । কথাটা বিশ্বাষ করুন ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: মৌলবাদ খুব খারাপ। তা সে যে ধর্মেরই হোক না কেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮
বিপরীত বাক বলেছেন: সব কিছু আভিধানিক অর্থে বিচার করলে তো হবে না। ব্যবহারিক প্রয়োগ টাই মুল।
আজকাল যারা মৌলপন্থা মেনে চলে এদের সমস্যা হলো এরা শুধু নিজেরাই পালন করে খায়েশ মেটে না প্লাস অন্যের ঘাড়ে জোর করে নিজের পালিত রীতিনীতি চাপিয়ে দিতে চায়।
এজন্য যুগের প্রয়োজনে ওই শব্দটা এখন গালিই বটে।