![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid
কারওয়ান বাজার থেকে বাসে করে মহাখালী ্যাচ্ছিলাম। পাশের যাত্রীর সাথে কথা প্রসঙ্গে শাহবাগ ইস্যু চলে আসল। পরিস্থিতি আলাপ করতে গিয়ে এক পর্যায়ে বললেন,
" শাহবাগে তো নাস্তিকদের আন্দোলন হচ্ছে। নবী (সাঃ) ও ইসলামকে কটুক্তি করা হচ্ছে।
আমিঃ জানলেন কিভাবে? আপনি কি সেখানে নিজে গিয়েছেন? নিজে পর্যবেক্ষন করে দেখেছেন?
জনৈক ব্যক্তিঃ না। যাইনি।
আমিঃ তবে জানলেন কি করে?
জনৈক ব্যক্তিঃ খবরের কাগজ আর টিভি দেখে।
আমিঃ কোন খবরের কাগজ?
জনৈক ব্যক্তিঃ আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত টিভি। ( ইতমধ্যে পাশের সিটের অনেকেরই মনযোগ দেখলাম এদিকে)
আমিঃ বাংলাদেশে আরো প্রায় ২০ টা জ়াতিয় দৈনিক ও ডজ়ন খাণেক টিভি চ্যানেল আছে, তারা এ কথাটা বলল না ক্যান?( পাশের যাত্রীরা এইবার মুখ খুলল, "হ্যা অন্য কোন পত্রিকা বা চ্যানেলে ত আমরা এই নিউজ পাইলাম না")
জনৈক ব্যক্তিঃ ইয়ে মানে আমি ত এইগুলা পড়ি।
আমিঃ পড়েন, ভাল কথা তয় নিজের বিবেকরে বিক্রি করে দিয়েন না। কিছু বলার আগে ভাল কইরা জাইনা লন। সত্য জানেন। তারপর কথা বলেন।
শনিবার, অফ ডে। রাস্তা ফাকা। কম সময়েই মহাখালী চলে আসলাম। বাস থেকে নামার সময় দেখলাম লোকটি নির্বিকার তাকিয়ে রইল জানলার বাইরে।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
ৃেৃি১৩ বলেছেন: শাহবাগ আন্দলোন টা নিয়ে কিছু ব্যাক্তিগত প্রশ্ন:
১। এতদিন ধরে চলা আন্দোলনে কি কোন ভুল নাই? ভুল ধরলেই জামাত শিবির হতে হবে কেন?
২। শাহবাগে আন্দোলন হচ্ছে গান-বাজনা, বেলুন, মোমবাতি, ঢাক ঢোল পিটিয়ে,আর এদিকে সারা দেশে মানুষ মরছে,পুলিশ মরছে, সাংবাদিক মার খাচ্ছে, দায় কার? ভাংচুর হচ্ছে, দায় কার?
৩। জামাত শিবির যেকোন মুহুর্তে কামড় বসাবে, এটা যেনেও এদেরকে উস্কে দিয়ে কেন প্রতিহত করা হচ্ছে না? শাহবাগের কেউ কি জামাত শিবিরের মোকাবেলা করছে? মোকাবেলা করছে ছাত্রলীগ, তবে কেন এটাকে দলীয় আন্দোলন বলা যাবে না?
৪। যুদ্ধাপরাধির বিচার করতে ইস্যু এত কমে গেল কেন যে ব্লগার রাজিব কে টানতে হবে? "ব্লগার রাজিব" এর মত এত বড় একটা অস্ত্র জামাত শিবিরের হাতে গেল কিভাবে?
৫। ব্লগার রাজিব যে ধর্ম নিয়ে জঘন্য কথা বলেছে এটা কি কেউ অস্বিকার করতে পারবে? সাধারন মুসলিম জনগন ক্ষেপে যায় এরকম জিনিস দুরে রাখা যেত না? ব্লগার রাজিব ইস্যুটা জামাত শিবিরের বিরুদ্ধে আক্রমনের হাতিয়ার না বানিয়ে, এটা পাশ কাটিয়ে ডিফেন্সে গেলে আন্দোলনের জোড় কমে যেত?
৬। এতদিন যেসব ইসলামিক দল জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, তারাও ক্ষেপে গেল কেন? আমি আবারও বলি, এরা কেন ক্ষেপে গেল?এই ক্ষেপে যাওয়াটা জামাত শিবিরের নামে চালিয়ে দিয়ে পক্ষান্তরে জামাত শিবিরের উপকারই কি আমরা করছি না? এই ক্ষেপে যাওয়া থেকে যামাত ফায়দা নেবে সেটাই কি স্বাভাবিক নয়?
৭। আমি শক্রবারে যত মানুষকে মিছিল করতে দেখেছি, এত মানুষ জামাত শিবির করলে জামাত আজ ক্ষমতায় থাকত, তাহলে এরা কারা? এরা কি জনগন না? ইসলামি ব্যাংকের এটিএম বুথ যদি দশজন মিলে ভাংগে তবে তারা জনগন হয়ে যাচ্ছে, আর হাজার হাজার মানুষ মিছিল করলে তাদেরকে কেন জনগন বলা হচ্ছে না?
৮। আগামিকাল ২৪ তারিখে হরতাল ডেকেছে ইসলামিক দলগুলো অথচ মিডিয়াগুলো ঢালাওভাবে মিথ্যা বলছে যে জামাত হরতাল ডেকেছে? এই মিথ্যা কেন? এখন বলা হচ্ছে এই হরতাল প্রতিহত করা হবে, কিন্ত ইসলামিক দলগুলো যে কারনে হরতাল ডেকেছে তা কেন খতিয়ে দেখা হচ্ছে না? ইসলামকে যারা অবমাননা করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এরকম আশ্বাস দিলে তারা কি থেমে যেত না? কারন এই ইসলামিক দলগুলো তো আর জামাত নেতাদের মুক্তি চাচ্ছে না। এখন এদেরকে ক্ষেপিয়ে দিয়ে দেশে গন্ডগোল বাধানো কেন?জামাতকে মাঠে নামার সুযোগ করে দেওয়া কেন?
৯। দেশের বিরাট একটা অংশ ইসলাম অবমাননা ইস্যু নিয়ে বেশ বিরক্ত। এই মানুষগুলোকে জামাত বলে উড়িয়ে দেয়া কি একটা বিরাট ভুল নয়? এই ধরনের সাধারন মানুষের সংখ্যাই কিন্তু বেশি। টিভিতে যাদের মুখ দেখা যায় তারাই সারা বাংলাদেশ নয়। এখনও শাহবাগ বাদে সারা বাংলাদেশে আন্দোলন পরিচালনা করছে আওয়ামিলীগ, এটা দেখেও না দেখার ভান করা বোকামি।
১০। পরিশেষে, শাহবাগে কি দু-একটা আওয়ামিলীগের ভেতরে থাকা যুদ্ধাপরাধির নাম উচ্চারন করে এটা যে দলীয় প্রভাবমুক্ত তা প্রমান করে আন্দোলনকে আরো গ্রহনযোগ্য করা যেত না?
(এখন ছাগু-সন্দেহ নামক একটা ভয়ংকর ছোয়াচে রোগ আছে, এই সব রোগীদের দৃষ্টি আকর্ষন করছি, সমালোচনা করলেই আপনারা ছাগু উপাধি দিচ্ছেন, কিন্তু আমার এই ভুলগুলো ধরার উদ্দেশ্য হলো আন্দলোনকে সফল করতে আরো সতর্ক করে দেওয়া।)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
বাপ্পি নাহিদ বলেছেন: চোখ কান ও বিবেক খোলা রাখুন, প্রশ্নগুলোর উত্তর নিজেই পেয়ে যাবেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
কিউ জামান বলেছেন: ঐ লোকের কথা বাদ দেন।সামুর আমি পাঠক প্রায় ২ বছর থেকে।আমার দেশ মিথ্যা বলেনি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
বাপ্পি নাহিদ বলেছেন: ঠিক, আমার দেশ মিথ্যা বলে নি। মিথ্যা বলছে বাংলাদেশের বাকি সব মিডিয়াগুলো। আপনি আরো ২০ বছর সামুর পাঠক থাকুন। শুভ কামনা।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
হাসান ২৯ বলেছেন: vegetables DEA fish DHAKBAR CHAN?..............
AMRA KI KANA............
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
বাপ্পি নাহিদ বলেছেন: আপ্নারাই দেশের সজাগ পাঠক।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: এরা তো জামাত নেতার মুক্তি চাচ্ছে না তবুও নাস্তিকদের ছুলকানির শেষ নেই ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: এরা তো জামাত নেতার মুক্তি চাচ্ছে না তবুও নাস্তিকদের ছুলকানির শেষ নেই ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
বাপ্পি নাহিদ বলেছেন: হ ঠিকই ত। এরা শুধু শহীড মিনার ভাংছে, পতাকা ছিড়ছে আর মসজিদের নামাজের গালিচায় আগুন দিছে। তাতে কি হয়?
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
পেটুক ছেলে বলেছেন: সরকারের ইচ্ছার বাইরে মিডিয়া কিছু প্রকাশ করলে মামলা খাওয়া লাগে........... এইটা মনে হয় জানেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
বাপ্পি নাহিদ বলেছেন: জ়ানি, উস্কানী দিয়া সাম্প্রদায়িক দাঙ্গা বাধাইলে মামলা খাইতে হয়, জ়ানি।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
আহলান বলেছেন: আজ গাবতলী গিয়েছিলাম এক বন্ধুকে সিআপ করতে। টিকেট কেটে একটি চায়ের দোকানে দাড়িয়ে আলাপ শুনলাম নিম্নরুপ।
চা বিক্রেতা- শাহবাগে কি হচ্ছে?
কাষ্টমার- আরে রাজাকারদের ফাসির দাবী করছে হেরা। এতে আমাগো সায় আছে। কিন্তু হেরা যেভাবে আল্লাহ রাসুলের নামে খারাপ কথা বলছে , তাতে আর হেদেরকে সমর্থন করা যায় না।
চা বিক্রেতা- হেরা কি বলছে?
কাষ্টমার- আরে অনেক খারাপ কথা বলছে। নবীর চরিত্র নিয়া বাজে মন্তব্য করছে। কোরআন শরীফ নিয়া খারাপ কথা বলে হেরা। হেগোরে কেমনে সমর্থন করমু?
বুঝলেন মশাই! পাব্লিক এখন আর এতো বোকা নেই। যতই নির্দিষ্ট কিছু পত্রিকার দোহাই দেন, সবারই বিবেক বুদ্ধি আছে। আমিও ৩ বছর ধরে ব্লগিং করি। খুব ভালো করেই জানি ইসলামকে কত নিচে নামাতে পারে কিছু ব্লগার ..... এরা জানে না, এরা এতদিন নিজেদের মারণাস্ত্র নিজেরাই বানিয়েছে , তাদের পোষ্টের মাধ্যমে ......
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
বাপ্পি নাহিদ বলেছেন: জ্বি, আমিও ত তাই কই,পাব্লিক এখন আর এতো বোকা নেই। অনেকেই আপনার মত ব্লগিংও করছে।
বোকা থাকার ত কথা না।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
অচেনামন বলেছেন: ৃেৃি১৩ এর সাথে সহমত।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
ৃেৃি১৩ বলেছেন: আবারো কেন ভাই মিথ্যাচার করেন? ইসলাম ধর্মকে অপমান করা হয়, এটা হুদাই কেন অস্বিকার করছেন? এজন্যই তো সাধারন মানুষের কাছে সবকিছু বিতর্কিত হয়ে যাচ্ছে।
একইসাথে কেন আমি যুদ্ধাপরাধী আর ইসলাম কে কটূক্তিকারির বিচার চাইতে পারব না?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
বাপ্পি নাহিদ বলেছেন: চান, বিচার চান। সাধারন জনগনরে ধর্মের আফিম খাওয়াইয়া কারা শুক্রুবার মাঠে ণামাইইয়া দাঙ্গা বাধাইছে সেটা ত জানেন। সে গেম টা ্যদি না ধরতে পারেন তাইলে শুধু শুধু আন্দলনের খুত ধইরেন না।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
বাঁশ বাগান বলেছেন:
দেখুন আপনার প্রিয় ভাই আসিফ মহিউদ্দিন এর ব্লগ, শুরুতেই আছে : অবিশ্বাস দীর্ঘজীবী হোক। তারপর আছে "আমাদের যুক্তিশূন্য ঈশ্বর নামেই শুধু সর্বক্ষমতাবান, বাস্তবে নির্বীর্য"।
http://www.somewhereinblog.net/blog/realAsifM
এই বার বলুন আমার দেশ যা লিখেছে মিথ্যা কিনা? অন্য পত্রিকা না লিখলেই ঘটনা কি সত্য নয়?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
বাপ্পি নাহিদ বলেছেন: আসিফ তার ব্লগের প্রোফাইলে কি বলল না বলল সেটা টার ব্যক্তিগত বিষয়। কিন্তু গন জাগরনের মঞ্চের মাইক থেকে কখনই এই ধরনের কথা বলা হয় নি। কোন ঘটণা কোনটার সাথে রিলেট করবেন সেটা আপণার বিষয়।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
ৃেৃি১৩ বলেছেন: কেন যে ভুল ধরি সেটা যদি বুঝতেন রে ভাই ! খুব কষ্ট লাগবে যদি দেখি সব ভেস্তে যায় সামান্য গোরামী, ভুল কে অস্বিকার করার জেদ, ভুল থেকে শিক্ষা না নেওয়ার "হাসিনা/খালেদা" প্রবৃত্তি বা "যা কমু তাই হওন লাগবো" মার্কা মাস্তানির কারনে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
নুরুল অমিন বলেছেন: ঐ লোকের কথা বাদ দেন।সামুর আমি পাঠক প্রায় ২ বছর থেকে।আমার দেশ মিথ্যা বলেনি।