![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid
যারা মনে করছেন শাহবাগ আন্দোলন আসলে শেষ, ওখানে গিয়ে কি লাভ? তাদের জন্য বলছি, এই মুহুর্তে শাহবাগ আসলে কোন একটি যায়গা নয়, শাহবাগ এখন একটি চেতনা, একটি অনুপ্রেরনা। শাহবাগ ছাড়িয়ে গেছে বাংলার প্রতিটি লোকালয়ে ও বিশ্বের অন্যান্য প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালিদের হৃদয়ে।
শাহবাগ আন্দোলনের পক্ষ ও নিরপেক্ষতা নিয়ে যাদের মাথা ব্যাথা তাদের জন্য বলছি, এই আন্দোলন কোন দলের পক্ষের আন্দোলন নয়, তবে এটা নিরপেক্ষ আন্দোলনও নয়। হ্যা, আবারো বলছি নিরপেক্ষ আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের পক্ষের আন্দোলন, মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন, ৩০ লাখ শহিদের পক্ষের আন্দোলন, জয় বাংলার পক্ষের আন্দোলন।
তাই যারা ভাবছেন, শাহবাগ আসলে আন্দোলনের নিরপেক্ষতা হারিয়েছে, সমালোচনা করছেন অফিসে, বাসে, চায়ের দোকানে কিংবা বাসায়। তাদেরকে বলছি, আপনারাই আসলে দূরে বসে এই প্রশ্নটি তৈরি করছেন। শাহবাগ আন্দোলন সবার আন্দোলন,আপনি যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন তবে চলে আসুন, দলে দলে এসে প্রমান করুন এটা নিরপেক্ষ। যেহেতু আপনারাই প্রশ্ন তুলেছেন তাই তা প্রমানের দায়িত্বও আপনাদের।
জয় বাংলা।
২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
নন্দনপুরী বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি হবেই হবে.....ইনসাআল্লাহ
৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
রশিক রশীদ বলেছেন: রাজাকারের ফাঁসি আগে হোক সব বিভ্রান্তি দূর হবে ইনশাল্লাহ।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
+++++++++++++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
বাপ্পি নাহিদ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
এম. মাসুদ আলম. বলেছেন: রাজাকারের ফাঁসি আগে হোক সব বিভ্রান্তি দূর হবে ইনশাল্লাহ।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
সািকল খান বলেছেন: মহাজোট সরকারের নির্যাতনের জ্বলন্ত উদাহরণ হলো আ.ন.ম এহছানুল হক মিলন।
তিনি বলেন :
মহাজোট সরকারের চরম নির্যাতনের স্বীকার বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজের নেতৃতে মিলনকে বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
স্বারাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের প্রতি ঈগিত করে মিলন বলেন, আমার প্রতিপক্ষ এতদিন আমি, আমার স্ত্রী, আমার কন্যা ও আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন সারা জাতি বুঝতে পারছে, তিনি কতটুকু হিংস্র হতে পারেন, রাজনৈতিকভাবে হ্যাও প্রতিপন্ন করতে পারে।
তিনি বলেন, আজ মূলত আমাকে ডেকেছে, প্রথম আলোর সাংবাদিক সামীমা বিনতে রহমান ২৩ মে ২০০৪ আমার বিরুদ্ধে একটি প্রতিবেদন লিখেছিল, সেখানে তিনি লেখিছিলেন, আমি চাঁদাবাজী করে নকল প্রতিরোধে হেলিকাপ্টার চালিয়েছিলাম। দুদক তদন্ত করে জানতে চাইছে হেলিকাপ্টারের ভাড়া আমি দিয়েছিল কিনা বা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ছিলাম কিনা। দ্বিতীয় তদন্ত হলো, ১৯৯৬ সালে ট্যাক্স ফিরি গাড়ি কিনেছিলাম সেটির বিষয়ে। তৃতীয় তদন্ত হচ্ছে ল্যাক্সাস গাড়িটি কিনেছিলাম সেটি নিয়ে। চতুর্থ তদন্তটি হচ্ছে আমার পাসপোর্ট নিয়ে। আমি কতবার সিংঙ্গাপুরে গিয়েছিলাম। সেখানে কত টাকা সিঙ্গাপুরে ব্যায় করেছি এবং কত টাকা রেখে এসেছি।
তিনি বলেন, ‘গত ছয় মাস ধরে আমার কোন পাসপোর্ট নেই। আমার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। আমি অসুস্থ, আমাকে তিন বছর পরপর চিাকৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়। আমি সব নথি পত্র দেওয়ার পরও আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে মহাজোট সরকারের নির্যাতনের চরম, জ্বলান্ত উদাহরণ আমি এহছানুল হক মিলন। এইবার দিয়ে আমাকে দুদক চারবার ডেকেছে। সামনে আরো ডাকা হবে বলেও আমি বিশ্বাষ করি’।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
ভাঙ্গা হৃদয় বলেছেন: ‘গত ছয় মাস ধরে আমার কোন পাসপোর্ট নেই। আমার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। আমি অসুস্থ, আমাকে তিন বছর পরপর চিাকৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়। আমি সব নথি পত্র দেওয়ার পরও আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে মহাজোট সরকারের নির্যাতনের চরম, জ্বলান্ত উদাহরণ আমি এহছানুল হক মিলন। এইবার দিয়ে আমাকে দুদক চারবার ডেকেছে। সামনে আরো ডাকা হবে বলেও আমি বিশ্বাষ করি’
আরে শালা সারাজীবন রাজনীতি চো..য়া একটা হাসপাতাল করতে পারলি না মানুষের জন্য তো কিসের বা. ফালানির রাজনীতি চো.স।সব খা পুর পাসপোর্ট বন্ধ করা উচিত। যখন সব মানুষ বাইরে চিকিতসা নিতে পারবে তখন পাসপোর্ট ফেরত পাবে এই নিয়ম করা উচিত। দুই মা., সকল ছাগু, চাচা সবগুলা প্লাস সকল চেলাফেলা রা পাদ মারলেও সিন্গাপুর জাইতে চায় আর আমরা বিনা চিকিতসায় মরি।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
জাহাঙ্গীর জান বলেছেন: ঐেয কাল খােলদা বলেলন আমরা. নািক সবাই নাছতীক । েসই েবিট আছতীক । তার পর ও সােথ আিছ .
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
পথহারা সৈকত বলেছেন: যারা মনে করছেন শাহবাগ আন্দোলন আসলে শেষ, ওখানে গিয়ে কি লাভ? তাদের জন্য বলছি, এই মুহুর্তে শাহবাগ আসলে কোন একটি যায়গা নয়, শাহবাগ এখন একটি চেতনা, একটি অনুপ্রেরনা। শাহবাগ ছাড়িয়ে গেছে বাংলার প্রতিটি লোকালয়ে ও বিশ্বের অন্যান্য প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালিদের হৃদয়ে
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ এখন গভীর সংকটে। এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিভক্তির রাজনীতি শুরু করেছে। স্বাধীনতা এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে সুকৌশলে বিভেদ সৃষ্টি করছে। এই বিভক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ার করেন তিনি।