নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বিলাস

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।....

বাপ্পি নাহিদ

জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid

বাপ্পি নাহিদ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামকারিদের কাছে প্রশ্ন??

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

এতদিন গণজ়াগরণ মঞ্চের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হাজারো চেস্টা চালানো হয়েছে। অনেককেই অনেক ধরনের কথা বলতে শুনেছি। আজ যদি আমি এই প্রশ্ন করি তাহলে সেই বিজ্ঞজনেরা কি উত্তর দিবেন?? হেফাজতে ইসলামকে আমি সমর্থন দিতাম যদি তারা ইসলাম রক্ষার পাশাপাশি সাগর-রুনি,পদ্মা সেতু, বিশ্বজিত, হল্মার্ক, শেয়ার বাজার, মসজিদে আগুন, বিদ্যুৎ কেন্দ্রে আগুন, শহীদ মিনার ও পতাকার অবমাননা, যুদ্ধাপরাধের বিচার, হিন্দুদের অত্যাচারের বিষয়গুলো তাদের আন্দোলনের সাথে যুক্ত করত।.



.হত্যা এমন একটি অপরাধ যা ইসলাম কখনই সমর্থন করে না আর দেশপ্রেম ও অসহায় বিধর্মীদের রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব... শুধু নাস্তিক/মুর্তাদ দের শাস্তি দিলেই কি ইসলামের হেফাজত হয় ??



এর পাশাপাশি আর একটা কথা বলে নিতে চাই- গণজ়াগরন মঞ্চ হেফাজতে ইসলাম না, গণজ়াগরন মঞ্চের আন্দোলণ কোন ধর্মকে রক্ষা করার জন্য নয় আবার কোন ধর্মকে বিপন্ন করার জন্যও নয়। এটা ফাসির দাবিতে আন্দলোন, রাজনৈতিক জনজাল সাফ করার কাজ গনজাগরন মঞ্চের নয়, সে জঞ্জাল সাফ করার জন্য জনগন ভোট দিয়া সরকার বানাইছে, এটা সরকারের দায়িত্ব,। সরকারের দায়িত্ব গনজাগরন মঞ্চ পালন করবে এমনটা প্রত্যাশা করা ঠিক না।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

মোমের মানুষ বলেছেন: শাহবাগ আন্দোলনকে বিএনপি সমর্থন দিত যদি তারা সাগর-রুনি হত্যাকান্ড পদ্মা সেতু কেলেঙ্কারী, বিশ্বজিত, হল্মার্ক, শেয়ার বাজার, সরকারের দূর্নিতি নিয়ে কথা বলত

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

বাপ্পি নাহিদ বলেছেন: গণজ়াগরন মঞ্চের আন্দোলণ কোন ধর্মকে রক্ষা করার জন্য নয় আবার কোন ধর্মকে বিপন্ন করার জন্যও নয়। এটা ফাসির দাবিতে আন্দলোন, রাজনৈতিক জনজাল সাফ করার কাজ গনজাগরন মঞ্চের নয়, সে জঞ্জাল সাফ করার জন্য জনগন ভোট দিয়া সরকার বানাইছে, এটা সরকারের দায়িত্ব,। সরকারের দায়িত্ব গনজাগরন মঞ্চ পালন করবে এমনটা প্রত্যাশা করা ঠিক না।

২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

এম এম হোসাইন বলেছেন: এখন তো তাদের বাংলা পরীক্ষা চলছে।

৩| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

আলাদীন বলেছেন: So these Shahbagi assholes don't want justice? They just want to hang some people they don't like regardless if they committed the crime or not? A bunch of stupids. Come on if you have guts to fare tribunal, why don't you talk about the real criminal : Pakistani military personnel? Also don't for get that some freedom fighters too committed war crimes. Are you really Awami cock suckers? Or you really want the justice you shahbagi mother fuckers?

৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

গেস্টাপো বলেছেন: থাবার মত একটা লোককে দ্বিতীয় মুক্তিযুদ্ধুর প্রথুম শহিদ বানাইলা ক্যান /:)

৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

সোডিয়াম ক্লোরাইড বলেছেন: লেখাটা একটু এইভাবে পড়ুন।হেফাজতে ইসলাম গণজ়াগরন মঞ্চ না, হেফাজতে ইসলাম আন্দোলণ কিছু কুলাঙ্গার নাস্তিকদের শাস্তির দাবিতে আন্দলোন, রাজনৈতিক জনজাল সাফ করার কাজ হেফাজতে ইসলাম এর নয়, সে জঞ্জাল সাফ করার জন্য জনগন ভোট দিয়া সরকার বানাইছে, এটা সরকারের দায়িত্ব,। সরকারের দায়িত্ব হেফাজতে ইসলাম পালন করবে এমনটা প্রত্যাশা করা ঠিক না।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

বাপ্পি নাহিদ বলেছেন: যদি নাস্তিকদের বিরুদ্ধে আন্দলন হয় তবে চট্টগ্রামে সমাবেশ করতে দিল না কেন? শাহবাগের সব আন্দলনকারি নাস্তিক নয়।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

দেখি তাই বলি বলেছেন: মুেমরমানুষ বলেছেন: শাহবাগ আন্দোলনকে বিএনপি সমর্থন দিত যদি তারা সাগর-রুনি হত্যাকান্ড পদ্মা সেতু কেলেঙ্কারী, বিশ্বজিত, হল্মার্ক, শেয়ার বাজার, সরকারের দূর্নিতি নিয়ে কথা বলত [/sb

ভাইগো একটু সহানুভূতির সাথে বিবেচনা করেন। পাশে দাড়াইয়া কে তাকে ইনস্ট্রাকশন দেয় একটু খিয়াল কৈরা। আপনি যদি ডাঃ সাহেবের জায়গায় থাকতেন তাইলে আপনিও কথা বলতে পারতেন না। খালি মনে পড়ত, লাকির মাথায় একটা বাড়ি পড়ছিল মাত্র। আর তার পুরা কল্লাটাই জিম্মাদার। তিনি এখন একটা সাউন্ডবক্স মাত্র- আড়ালের মাইক্রোফোন থেকে যে আওয়াজ আসতেছে সেই সাউন্ডই বের হচ্ছে।

কিচ্ছু করারর নাইরে ভাই। হলমার্ক, পদ্মা সেতু নিয়া কথা কইয়া জানটা যাক আর কি। কি যে কন?

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

বাপ্পি নাহিদ বলেছেন: ইনস্ট্রাকশন দিতে শুরু থেকেই ছাত্র দল আসতে পারত, তাদেরকে ত কেউ নিষেধ করে নাই। তারা আসবেও ণা আবার পথও ছাড়বে না।

৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

এবার তোরা মানুষ হ বলেছেন: সোডিয়াম ক্লোরাইড @ হেফাজতে জামায়াত ইসলাম তো গনজাগরন মঞ্চকে প্রতিপক্ষ বানাইছে , তাই না ?
কিছু কুলাঙ্গার নাস্তিকদের শাস্তির দাবিতে আন্দলোন আর গনজাগরন মঞ্চের বিরুদ্ধে আন্দোলন কি এক ?

৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

রেদওয়ান খান বলেছেন: সোডিয়াম ভাই বস।
বোম মারলেন ভাই।
++++++++++++++

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

বাপ্পি নাহিদ বলেছেন: হেফাজতে ইসলামের আন্দলন যদি নাস্তিকদের বিরুদ্ধে আন্দলন হয় তবে গন জাগরন মঞ্চকে চট্টগ্রামে সমাবেশ করতে দিল না কেন? শাহবাগের সব আন্দলনকারি ত আর নাস্তিক নয়।

৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

নষ্ট ছেলে বলেছেন: কিছু কুলাঙ্গার নাস্তিকদের শাস্তির দাবিতে আন্দলোন আর গনজাগরন মঞ্চের বিরুদ্ধে আন্দোলন কি এক ?

থাবা বাবা কে কি গণজাগরণ মঞ্চ থেকে শহীদ উপাধি দেওয়া হয় নাই?
এমন কুলাঙ্গার নাস্তিককে কেন শহীদ উপাধি দেওয়া হল?

১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

মুক্ত আকাশ বলেছেন: এই আন্দোলন যদি শুধু ফাসির দাবীতে হত, তাহলে কোন সমস্যা ছিলোনা। সমস্যা হল দাবীর বহর বাড়তে থাকা। যেমন, শুরুর কয়েকদিনে বলা হল “ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে”। এখন শুনি, না শুধু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

কথা ছিল, এটি হবে অরাজনৈতিক। কিন্তু মঞ্চে দেখি ছাত্রলীগ, বাম আন্দোলনের নেতারা হরহামেশাই বক্তৃতা দিয়ে যাচ্ছেন।

এই মঞ্চকে সরকারের অনবরত সহায়তা দিয়ে যাওয়া, অথচ অন্যান্য মিটিং মিছিলে সরকারের অসহযোগিতা গতা মঞ্চকেই সরকারী জিনিসে পরিনত করে রেখেছে।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

বাপ্পি নাহিদ বলেছেন: জামাতে ইসলামের রাজনীতি চলতে থাকলে এই জঙ্গি ততপরতার দায় কে নিবে?

১১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

সোডিয়াম ক্লোরাইড বলেছেন: হেফাজতে জামায়াত ইসলাম শুধু গনজাগরন মঞ্চকে রেখেছে।কারণ সত্য কথা হলো ওই সব নাস্তিক গুলো গনজাগরন মঞ্চ এর সাথে কঠিনভাবে জড়িত।সরকার রাজাকারদের মতো ওই সব কুলাঙ্গার নাস্তিকদের সাপোর্ট না দিয়ে কঠিন শাস্তি দিলেই এত দিনে বিষয়টার ফায়সালা হয়ে যেতো।তবে এটাও ঠিক আগে শুনতাম মুরব্বিদের কাছে যে যুদ্ধপরাধীদের বিচার করা খুবই কঠিন।এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি।চান্দে সাইদীর মতো বিষয় এই দেশের মানুষ যেমনে খাইছে তাতে সরকার যদি রাজাকারদের রিয়েলি চান্দে পাঠাইতে চায় তাহলে তার আগে সাপোর্ট দেয়া বন্ধ কইরা নাস্তিকদেরও যেনো চান্দে পাঠানোর ব্যবস্থা করে।না হলে আগামী নির্বাচনে সুপ্রিম কোর্টের আইন জীবিদের ভোটের মতো অবস্থা হবে।

১২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

জাহিদ১১মে বলেছেন: হুজুরদের দোষ দিয়ে লাভ নাই। বাড়াবাড়ি করছে শাহবাগিরা। নাস্তিক রাজিব কে কি দরকার ছিল গোল হয়ে তিন তাকবীরের সহিত জানাজা পড়ানোর ? এমন করে জানাজার নামাজ কেউ কনদিন পড়ছে না দেখছে। তারে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম "শহীদ "বানানো। জাঁতীয় সংসদে তারে নিয়ে সকল সাংসদদের মায়া কান্না করা, তার বাড়িতে প্রধানমন্ত্রী আগমন, কত মানুষ খুন হচ্ছে,কয়জনের বাড়িতে গেছেন শেখ হাসিনা ?নাস্তিক রাজিবকে এত পাবলিসিটি দেয়ার কারনেই আজ এই অবস্থা।

কারণ মানুষ যখন দেখল একজন নাস্তিক কে নিয়ে পুরা সাহাবাগ মাতাল হয়ে পরল তার উপর আবার তারে আস্তিক বানানোর অপচেষ্টা করে তার লেখা গায়েব করা শুরু করল তখন আর শাহবাগিদের প্রতি কারো সাপোর্ট রইল না।

একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হল সে মুসলিম। কেউ যদি তার ধর্ম নিয়ে গালি দেয়,সেই লোক যত মহান কাজ করুক না কেন তার প্রতি কোন সাপোর্ট নাই।এবং যারা তারে নিয়ে নাচানাচি করবে তারাও সেই নাস্তিক এর মত সমান অপরাধী। একমাত্র রাজিব এর জন্য এই আস্তিক নাস্তিক বিতর্ক শুরু হয়েছে। হারামজাদা মরেছে কিন্তু শাহবাগিদের বারোটা বাজিয়ে গেছে।

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

পক্ষপাতদুষ্ট বলেছেন: হেফাজত ইসলাম ওয়ালারা এখন ইসলামিয়াত পরীক্ষা দিচ্ছেন। অন্য বিষয়ে পরে পরীক্ষা দিবেন। হাহ্...হাহ্.. । দারুণ !

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

আশিকুর রহমান ১ বলেছেন: দুঃখিত জনাব উনারা বাংলা পরীক্ষার সময় অন্য পরীক্ষা দেয় না! ;) তাই আপনার মতো কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীর সমর্থনে তাদের কিছু যায় আসে না। কারো সমর্থন পাওয়ার জন্য তারা আন্দোলন করছে না। তারা আন্দোলন করছে ইসলামের বিরুদ্ধে কুত্‍সা রটনাকারী নাস্তিকদের বিরুদ্ধে।

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

জামিনদার বলেছেন: স্ববিরোধিতার চিপায় পইড়ে গেলেন

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

মাজহারুল হুসাইন বলেছেন: হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চ না, হেফাজতে ইসলাম আন্দোলন কিছু কুলাঙ্গার নাস্তিকদের শাস্তির দাবিতে আন্দোলন । রাজনৈতিক জঞ্জাল সাফ করার কাজ হেফাজতে ইসলাম এর নয়, সে জঞ্জাল সাফ করার জন্য জনগণ ভোট দিয়া সরকার বানাইছে, এটা সরকারের দায়িত্ব,। সরকারের দায়িত্ব হেফাজতে ইসলাম পালন করবে এমনটা প্রত্যাশা করা ঠিক না।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

বাপ্পি নাহিদ বলেছেন: হেফাজতে ইসলামের আন্দলন যদি নাস্তিকদের বিরুদ্ধে আন্দলন হয় তবে গন জাগরন মঞ্চকে চট্টগ্রামে সমাবেশ করতে দিল না কেন? শাহবাগের সব আন্দলনকারি ত আর নাস্তিক নয়।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

মদন বলেছেন: হেফাজতে ইসলাম তো সমস্যা হবার কথা না।
প্রথমে দাবী ছিলো একটাই, কাদের মোল্লার ফাসি চাই।

ভালো কথা।

এরপর কি হলো???
ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ চাই। মোল্লাগো দৌড়ানি খায়া ঐটা বাদ দিয়া জামায়াত-শিবির নিষিদ্ধ চাই।

ভালো কথা।

৯৯% মিডিয়া সাপোর্ট পাওয়ার পরেও আমারদেশ, নয়াদিগন্ত তাদের বিরুদ্ধে লিখছে দেখে আমারদেশ নিষিদ্ধ চাই। মাহমুদুর রহমানরে গ্রেফতার চাই। সরকার মুচকি হাসি দিয়া আশ্বাস দিয়া থাইমা গেছে।

থাবা বাবা হইলো প্রথম শহীদ। যে নবী(স.)কে নিয়ে নোংরা কথা লিখসে। দাবার ছক উল্টে গেলো। আওয়ামী নেতৃত্ব মন্ছে বক্তব্য দিতে পারবে না বলায় লাকী আপা মাথায় বাড়ি খাইলো।

যেদিকে যে মরে, যা হয় সব করে যুদ্ধপরাধীদের বাচাতে। ত্বকী হত্যাতেও একই গান গাওয়া হলো। এখন দেখা গেলো ঘটনা উল্টো। হিন্দুদের মুর্তি ভাংগা হলো, দোষ হলো যুদ্ধোপরাধীদের, ধরা পড়লো যুবলীগ কর্মী।

জাগরন মঞ্চে এখন শতকরা ৭০ভাগ থাকে আওয়ামীলীগ নেতা-কর্মি।

বিএনপি জাগরন মঞ্চে যায়নি, এটি জাগরন মঞ্চের ব্যর্থতা।
এরশাদ জাগরন মঞ্চে যায়নি, এটি জাগরন মঞ্চের ব্যর্থতা।

দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জাগরন মঞ্চে নেই, এটি আওয়ামীলীগের মঞ্চে পরিনত হয়েছে। জাগরন মঞ্চের নেতৃবৃন্দদের ভিআইপি মর্যাদা দেয়া হচ্ছে।

হেফাজতে ইসলাম যদি জামায়াতের লোক হয়, জাগরন মঞ্চকে কাদের লোক বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.