নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বিলাস

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।....

বাপ্পি নাহিদ

জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid

বাপ্পি নাহিদ › বিস্তারিত পোস্টঃ

হে সুকান্ত, তোমার কবিতা ব্যর্থ। রাজণীতিবিদদের কানে তা পৌছায় নি !!!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

আল আমিন (১১) হাজারীবাগ পার্ক মাঠে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে খেলতে গিয়ে কালো টেপে মোড়ানো একটি বস্তু নিয়ে বাসায় ফেরে। টেপ ছাড়িয়ে সে একটা কৌটা দেখতে পায়। এরই এক পর্যায়ে সে তার ক্রিকেট বলে টেপটি পেচাতে থাকে। আর কৌটাটি ছোট বোন তানিয়ার হাতে দিয়ে জানালা দিয়ে ফেলে দিতে বলে। জানালা দিয়ে ফেলে দেয়ার সময় তানিয়ার হাতেই এটি বিস্ফোরিত হয়। দ্রুত পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসে। কয়েকটি স্প্লিন্টার তার আঙ্গুলে বিদ্ধ হয়।

বলি আপনাদের কন্যা আর ছেলেরা ত কম্পিউটারের প্লেস্টেশনে দিন কাটায়, সিনেপ্লেক্সে বিনোদোন নেয়, ওয়ান্ডার ল্যান্ডে বেড়াতে নিয়ে যান আর ওদের আছে ঐ এলাকার খোলা মাঠ- তাও আপনাদের বিষাক্ত রাজনীতির নোংরা ককটেল সংস্কৃতির কারনে ওদের জন্য নিরাপদ রাখতে পারলেন না। তাকে এখন বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে কব্জি কেটে ফেলতে হতে পারে।



আর এই শিশুটি যখন বড় হবে তখন তার কব্জিকাটা অথবা ক্ষত-বিক্ষত হাতটির দিকে তাকাবে , তখন হয়ত তার মনে পরবে সুকান্তের এই লাইনগুলি " তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি--" মনে মনে পরিহাসের হাসি হাসবে আর ভাববে - হে সুকান্ত, তোমার কবিতা ব্যর্থ। রাজণীতিবিদদের কানে তা পৌছায় নি !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.