নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বিলাস

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।....

বাপ্পি নাহিদ

জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid

বাপ্পি নাহিদ › বিস্তারিত পোস্টঃ

একটা হেলিকপ্টার কেনা যাবে??

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

ঠিক ঠিক মনে আছে, একটা বাই সাইকেল কেনার জন্য ক্লাশ ফাইভে পড়ার সময় মাটির ব্যাংকে পয়সা জমিয়েছিলাম দিনের পর দিন। সাইকেল কেনার আগে একবার এই চুরি করে সাইকেল চালাতে গিয়েই হাত ভেংগেছিলাম, তাই কিছুতেই আমার সাইকেল কেনার সিদ্ধান্তটা পাশ হচ্ছিল না। সাইকেলের নেশা এমন হয়েছিল যে , আমি সাইকেল কেনার আগেই অনেকগুলো স্টিকার কিনে জমিয়ে ফেলাছিলাম সাইকেলেলে লাগাব বলে, দেখে সবাই হাসত । পরে অনেক বায়না-টায়না করে শেস পর্যন্ত ক্লাশ সেভেনে সাইকেল এল আমার হাতে, লাল সাইকেল। আমি ত পুরা হাওয়ায় উড়ি, সেই মজা। যেন হেলেকপ্টার চড়ে উড়ে বেড়াই।

অনেক দিন পর হেফাজতের আমির শফি রে হেলিকপ্টারে চড়তে দেইখা পুরোনো দিন গুলোর কথা মনে পড়ল। বাংলাদেশে আজ় কাল অনেকেই হেলিকপ্টারে চরতেছে, আর আমরা ঘাড় বাকা কইরা উপরে তাকাইয়া হা কইরা দেখি আর ভাবি সারা জীবন মাটির ব্যাংক ক্যান, আসল ব্যাংকের সঞ্চয় একত্র কইরাও হেলিকপ্টার কেনার সাধ্য হইব না। তাইলে এত টাকা এরা পায় কই??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

মশিকুর বলেছেন:
টিয়া পাখি পোশ মানলে যেমন নিজের হইয়া যায়, তেমনি হেলিকপ্টার ওনার পোশ মানছে। তাই উনার কি দোষ???

২| ০১ লা মে, ২০১৩ রাত ১:৪৩

মায়াবীনি৬৫৪ বলেছেন: মাইনসের টাকায় চড়ছেন। যারা টাকা দিছে তাদের কোন সমস্যা হলে আপনার পুটু জলে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.