নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাশার বিশ্বাস

বাশার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

মজার মজার জোক। না হেসে পারবেন না ।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫০




১। দুই পিচ্চি খেলতেছে।
সভাবতই দুই টার ই প্যান্ট
নাই। হঠাৎ
মেয়ে পিচ্চিটা ছেলে
পিচ্চিটার
ওইটা ধরে টানতে লাগলো। তখন
ছেলে পিচ্চিটা মন
খারাপ করে বললঃ
টানো আরো বেশি করে টানো,
নিজেরটা তো ছিরছো এখন
আসছো আমারটা ছিরতে!!!!


2.এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট পাওয়ার যন্ত্রপাতি পাওয়া গেল।
তাকে গ্রেফতার করা হলো।

লোকটি পুলিশের উদ্দেশ্যে বলল, আমাকেগ্রেফতার করা হলো কেন?
আমার কাছে তো জাল নোট পান নি।

পুলিশঃ তাতে কি! জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি।

সেই লোকঃ তাহলে আমাকে রেপ করার জন্য গ্রেফতার করুন!!

পুলিশঃ কেন, আপনি কাউকে রেপ করেছেন?

সেই লোকঃ না!! রেপ করার যন্ত্র তো আছে!!

৩।এক লোকের প্যান্ট ফেটে গেছে। প্যান্ট সেলাই করতে সে গেল দর্জির কাছে।দর্জি সুন্দরমত লোকটির প্যান্ট সেলাই করে দিল... তা দেখে লোকটি বেজায়
খুশি হয়ে বললোঃ বাহ! দারুণ সেলাই করেন তো আপনি ! তা কত
দিতে হবে ভাই?
দর্জি জবাব দিলোঃ ৫০০ টাকা দিবেন।
লোকটি আর কথা না বাড়িয়ে চুপচাপ ১০০০ টাকা ধরিয়ে দিল দর্জিকে।
দর্জি দারুণ অবাক হয়ে বললোঃ আর ৫০০ বাড়তি দিলেন কেন?
লোকটি মুচকি হাইসা কইলোঃ ভাই, দাম শুনে প্যান্ট আবার ফাঁইটা গেছে...! :P

৪।বিয়ের ৩ মাস পরই হাবলু'র বউ-এর বাচ্চাহল...

হাবলু তার বউকে জিজ্ঞাসা করলোঃ “আচ্ছা,আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হল?”

হাবলু'র বউ বললোঃ “তোমার বিয়ের কয় মাস হইসে?”

হাবলু কয়ঃ “৩ মাস!”

হাবলু'র বউ আবার জিগায়ঃ “আমার বিয়ের কয় মাস হইসে?”

হাবলু আবারো কয়ঃ “৩ মাস!”

হাবলু'র বউ আবার জিগায়ঃ “আর, বাচ্চা কয় মাস পরে হইসে??”

হাবলু আবারো কয়ঃ “৩ মাস!”

এইবার হাবলুর বউ জিগায়ঃ “তাহলে মোট কয়মাস হইল?”

হাবলু খুশি
তে লাফাইতে লাফাইতে কইলোঃ “নয় মাস! আমি তো ভয় পাইয়া গেসিলাম!!”
হাবলুর বউ মুচকি হাইসা কইলোঃ...…↓↓↓
আমিও ডরাইসিলাম প্রথমে!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:০১

বাশার বিশ্বাস বলেছেন: ভালই লাগলো পরে মনে হলো অনেক দিন পরে মন খুলে হাস্লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.