নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

তুমি রবে আমার সৃষ্টিতে...

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭

অনেকগুলি রাত নির্ঘুম
কাটিয়েছি আমি ।
হাতে তুলে নিয়েছি সিঁগারেট
গাঁজা ।
আমার মতো পেটুক ছিল
দেশে হাতে কয়েকটা আছে,
সেই আমি খাওয়া ছেড়ে
দিয়েছি,
মুমূর্ষ কাতরতায় চেয়ে
থেকেছি এই বুঝি এসে বলবে-
"বাবু,আমি এসেছি..."

প্রেমিকারা নিষ্ঠুর হয় বলে
শুনেছি কিন্তু আমি তো
কোনো প্রতারক নই,
আমার সাথেই কেন এমন
করতে হলো ?

না হয় আমি স্মার্ট না,
আমার চোখ,মুখ সুন্দর
না,আমার দিকে তাকিয়ে
থাকতে ইচ্ছা করেনা-
তাই বলে কি এতোটা
নিষ্ঠুরতা দেখাতে হবে ।

কি নিষ্ঠুরতা দেখালে
মানবী !
এতো নিষ্ঠুরতা তো এজিদ
দেখিয়েছিল কারবালার
প্রান্তরে ।
তুমি তো এজিদ না ।
তোমাকে আমি বলতাম
পান্তাভাত,
পান্তাভাতের মতো এতোটুকু
নরমও তুমি আমার প্রতি
হলেনা !

তুমি বলেছিলে তুমি আমাকে
নিজের থেকে বেশি বিশ্বাস
করো !
আমি ডাহা মিথ্যার নাম
শুনেছি,কোনদিন বলতে
দেখিনি ।
তোমার মুখেই প্রথম শুনেছি !

তুমি মানবী ।
তোমার ক্ষমতা আছে আরো
১০১ টা সম্পর্কে জড়ানোর ।
কিন্তু আমি একটা কাঁচের
গ্লাসের ন্যায়,আমি টুকরো
টুকরো হয়ে গেলে আর জোড়া
লাগানো যাবেনা ।

তবু তোমাকে ভাববো,
তোমাকে ভালবাসবো ।
জীবনের সমস্ত গল্প,কবিতা,
উপন্যাস তোমাকে জড়িয়ে
লেখবো ।
তুমি বেঁচে থাকবে যুগ
থেকে যুগান্তর আমার
সব সৃষ্টিতে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.