নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার তরে আমি

যুদ্ধ শেষ হবে

বেকারপুলা

সবার তরে আমি

বেকারপুলা › বিস্তারিত পোস্টঃ

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

কিযে যন্ত্রনা এই পথচলা (2)

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।



হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।



আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

সে ব্যথা বুঝার আগে

হারিয়ে তোমাকে

তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে

কিযে বেদনা তুমি বোঝনা

তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

কিযে যন্ত্রনা এই পথচলা (2)

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।



লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

পারভেজ রানা বলেছেন: গান শুনাইয়া কী বুঝাইলেন?

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

বেকারপুলা বলেছেন: মনের কথা বুঝাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.