নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো।তাই বলে জিবন তুমি ভেবোনা আমি তোমার কাছে হেরে গেছি।

মিষ্টি লবণ

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।

মিষ্টি লবণ › বিস্তারিত পোস্টঃ

নিভৃত প্রেম

১১ ই মে, ২০২২ দুপুর ২:৪৯



নিভৃতে শঙ্কা বেদন
নিভূ সপ্ন কারাগার
নিভৃতেই আলোর রোদন
নিত্য নতুন হাহাকার।
নিভৃতেই সবাই ঈষার্নিত
নিভৃতেই সকল প্রেম
নিভৃতেই গড়ে উঠুক
নিরঙ্কুশ চিঠির ফ্রেম।
নিভৃতেই মুচকি হাসুক
নিমগ্ন ব্যথিত প্রান
নির্জনতাকে তুচ্ছ করে
নিয়ত যার সংগ্রাম।
নিভৃতেই হোক পদচারনা
নিশ্চল যখন গরব
নিয়মভেদেই পুঃন জাগুক
নির্মল প্রেমের অবয়ব।
নিভৃত তাই নিভৃতই গড়ুক।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: নির্ভৃত প্রেমের কবিতা!

হৃদয়ে, অন্তরীক্ষে কিংবা যা আছে গোপনে তা সব অনেক সময় মধুর হয়ে ওঠে।

কখনো কখনো অপ্রকাশিত অনুভব প্রকাশিত হওয়ার চেয়ে বেগবান হয়।

.....
অটঃ জাদিদের ইমেইল পেয়েছেন, না পেলে ফেসবুকে নক করুন।

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৩

মিষ্টি লবণ বলেছেন: জাদিদ ভাইয়ের ফেবু লিঙ্ক যদি দিতেন দয়া করে। আর হ্যা এই কবিতা খানা আমার খুব পছন্দের। অনেক মিল রেখে রেখে লিখতে হয়েছে। প্রতিটা লাইনে ৩ টি শব্দ, সব ন দিয়ে শুরু।

২| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার বিজন রয় বলেছেন নির্ভৃত প্রেমের কবিতা!

৩| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নি দিয়ে মিলানো প্রতিটি লাইন দেখবে সুন্দর দেখাচ্ছে।

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৪৫

মিষ্টি লবণ বলেছেন: জি ভাইয়্যা । এরকম ভিন্ন টপিকের আরও কিছু লিখেছিলাম সাজিয়ে সাজিয়ে। সময় করে পোস্ট করবো একদিন।

৪| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: Mozaddid Al Fasani Jadid এই নামে পাবেন।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:০১

মিষ্টি লবণ বলেছেন: Mozaddid Al Fasani Jadid ভাই রেস্পন্স করেছেন। ধন্যবাদ বিজন রয় ভাই।

৫| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:১১

সেজুতি_শিপু বলেছেন: বাহ!

১১ ই মে, ২০২২ বিকাল ৪:২১

মিষ্টি লবণ বলেছেন: ধন্যবাদ।

৬| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: প্রেম হোক উন্মুক্ত।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩০

মিষ্টি লবণ বলেছেন: প্রেম গোপনে অনিন্দ আর প্রকাশ্যে প্রতিবাদি

৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

৮| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! একটু দেখছি এক বর্ণীল নিভৃত প্রেমালাপ। কিন্তু চিরদিন কি তা কেবল নিভৃতেই থাকবে?

১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৭

মিষ্টি লবণ বলেছেন: থাকা উচিত নয়।

৯| ১১ ই মে, ২০২২ রাত ৯:০৯

শায়মা বলেছেন: অনেক কিছু নিভৃতেই ভালো।

সুন্দর কবিতা মিষ্টি লবন। :)

১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৮

মিষ্টি লবণ বলেছেন: অনেক কিছু নিভৃতেই ভাল । মনের কথা বলেছেন।

১০| ১১ ই মে, ২০২২ রাত ৯:৫২

রেজাউল৯৬ বলেছেন: সুন্দর হয়েছে।
নাম পরিবর্তন হয়েছে দেখে ভাল লাগছে।

১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৬

মিষ্টি লবণ বলেছেন: সে এক আনন্দের অনুভুতি।

১১| ১১ ই মে, ২০২২ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: বাহ! আপনার নিকটি দেখি ঠিক হয়ে গিয়েছে। যাক, জাদিদকে ধন্যবাদ খুব দ্রুত আপনার এই সমাধান করে দেওয়ার জন্য।

এখন তাহলে মিষ্টি লবণ নামে ব্লগিং করুন অবিরত।

শুভকামনা রইল।

১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৩

মিষ্টি লবণ বলেছেন: জি জাদিদ ভাই চোখের পলক ফেলার আগেই ঠিক করে দিয়েছেন।গিনিজ রেকর্ড হয়েছে বোধ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.