নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো।তাই বলে জিবন তুমি ভেবোনা আমি তোমার কাছে হেরে গেছি।

মিষ্টি লবণ

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।

মিষ্টি লবণ › বিস্তারিত পোস্টঃ

সিঁদুর

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৩০


ছবিঃ নেট

ক' ফোটা চোখের জলে যে
বয়েছিল তটিনির স্রোত
তা আর নাই বা হিসেব করলাম,
শুধু এটুকু হিসেব আছে আমার
তুমি কেঁদেছিলে কতবার
কতবার এসেছিলে সেই ভাঙা নায়ে
আমার আঙিনায়।
জানি আজ সবই অর্থহিন
উদ্দাম হাওয়ার মত,
উদ্দেশহীন ছুটোছুটি আর
একান্তমনে খেলে যাওয়া
মেঘেদের মতো।
তবুও কেনো জানি আজ ভুলতে চাই
গড়ে উঠা সব বিভেদ দেয়াল,
সব কিছু মুছে ফেলতে চাই
আপন সত্তার রঙ্গিন রঙ্গে।
কিন্তু যখনই এসে চোখ পড়েছে
তোমারই ললাটপানে,
অন্তিম সত্যকে মেনে নিয়েছি
তোমারই পরাধীন জীবনের আল্পনায়,
একান্ত শুধুই একান্ত সাক্ষ্য ছোয়ায়
ঐ রাঙ্গা সিঁদুরের মাঝে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪০

অক্পটে বলেছেন: খুব ভাল লাগল। লেখার আন্দাজ দারুণ। "জিবন" টাইপোটা ঠিক করে দিন।

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪৮

মিষ্টি লবণ বলেছেন: ঠিক করে দিয়েছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

২| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০২

মিষ্টি লবণ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনি কি গল্প লিখেন না?

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৪

মিষ্টি লবণ বলেছেন: আমি গল্প লিখতে পারিনা ভাই।

৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কবিতা ভালো লিখেন। বেশ ভালো লিখেন।

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫২

মিষ্টি লবণ বলেছেন: ধন্যবাদ। আমি আমার একই দিনে করা বাকি দুইটি কবিতা ড্রাফটি করে দিয়েছি। আসলেই এক দিনে এতো কবিতা পোস্ট করা ভালো না। অবসরে ছিলাম তাই করেছিলাম। যাক সেগুলো পরে দিয়ে দিবো। আবারও ধন্যবাদ পরামর্শ দেবার জন্য।

৫| ২৪ শে মে, ২০২২ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৬| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৩৯

জগতারন বলেছেন:
সিঁদুর-তো জানি সনাতন ধর্মে বিয়ে'র প্রথমদিনে স্বোয়ামী তার স্ত্রী'র কপালে পরিয়ে দয়ে।
তার প্র ঠেকে স্ত্রী নিজে নিজেই তার কপালে সিঁদুর পড়ে নেয়।
এ কবিতায় প্রতীক ছবিতে একজন রমনী (মনে হয়) নব বিবাহিত স্ত্রী' কপালে পড়িয়ে দিচ্ছে !
.।.।
কবিতা ভালো হয়েছে !!

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৩৪

মিষ্টি লবণ বলেছেন: সচারাচর যা আমাদের দৃস্টিগোচর হয়না সে বিষয়গুলোতেই সব মারফতি জ্ঞান আছে বলে আমার বিশ্বাস।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.