নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো।তাই বলে জিবন তুমি ভেবোনা আমি তোমার কাছে হেরে গেছি।

মিষ্টি লবণ

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।

মিষ্টি লবণ › বিস্তারিত পোস্টঃ

প্রতিউত্তর

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:০৮



একদা কথার ফুলঝুরিতে নিজেই অবাক হতাম। নিজের কথাতেও এবং অপরেরও।কথায় কথায় কবিতা, কথায় কথায় আবেগ। মুহূর্তেই আনমনা হয়ে চোখ বুঝে দিবা স্বপ্ন দেখা। আহা ! কষ্টের দিনগুলো পার করে এসে সেই দিনগুলোই আজ মনে হচ্ছে সেই দিনগুলোই সুখের ছিলো।
মানুস আজব প্রানী।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যর্থ প্রেমিক নাহলে কবিতা লেখা যায় কি?

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:২২

মিষ্টি লবণ বলেছেন: ব্যর্থ প্রেমিক না হলে কবিতা লেখা যায় তবে তা হয় লবন ছাড়া তরকারির মতো।

২| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা লেখার জন্য প্রেম করার দরকার হয় না। ''বোধ'' বিষয়টা থাকলে কবিতা লেখা যায়।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৯

মিষ্টি লবণ বলেছেন: কবিতা লেখার জন্য প্রেম করার দরকার হয় না। ''বোধ'' বিষয়টা থাকলে কবিতা লেখা যায়।
সহমত পাশাপাশি আমার মনে হয় কবিতা আপামোর জনসাধারনই লিখতে পারে কবিতা লেখার জন্য কোন নিয়ম নীতির দরকার হয়না। যারা কবিতা লিখার জন্য নিয়মের আবিস্কার করেছিলেন আমি তাদের বিপক্ষে। আর প্রেম মানেই বোধ যুক্ত কবিতার উপড় অলংকার।
মন্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।

৩| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৪২

অক্পটে বলেছেন: "তাই দেখি আজ আকাশ আমার
জানালার মাপে কাটা।"

আহা মন ছুঁয়ে যায় নিমেষেই।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১:০০

মিষ্টি লবণ বলেছেন: শেষে তাহার অংশেই আপনার মন ভরলো? আমি কি দোষ করলাম ভাই ?

৪| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পকেটে টাকা না থাকলে প্রেম টিকবেনা।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৫২

মিষ্টি লবণ বলেছেন: ভাইজান আজকাল মেয়েদেরও কিন্তু পকেট থাকে। প্রেম সাচ্ছা হলে একজনের পকেট হলেই হলো।

৫| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪১

অনন্য দায়িত্বশীল বলেছেন: বিয়ের আগে প্রেম ট্রেম খারাপ, বিয়ের পর প্রেম করেন।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৫

মিষ্টি লবণ বলেছেন: প্রেম আর ভালোবাসা দুই জিনিস।
বিয়ের আগে প্রেম ট্রেম খারাপ, বিয়ের পর প্রেম করেন। এক্ষেত্রে আমি শুধুই ভালবাসি।প্রেম আসলেই খারাপ জিনিস। তবে ভালোবাসতে নেই মানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.