নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
মনে করো,
কোন এক তরুর নির্জন দেহে
বসে থাকা কোন কোকিল
আনমনে গাওয়া কোন গানে
ডেকে যায়-এসো তুমিই বসন্ত।
তার ডাকে দেইনি সাড়া
ছুটে গেছি পুরাতন পাড়া।
তাকিয়ে দেখি ময়না আমার
ঘুমায় আখি মেলে !
এক প্রহর তার পাশেই আছি
ঘুম চোখে তার তবুও হাসি।
বসে আছি বলবো তারে
বসন্ত আমায় ডাক দিয়ে যায়
ঘুমাও তুমি কিসের ছলে ?!
তিন প্রহর মোর কাটলো বৃথাই
শীতের ছোয়ায় ভাবছি গুটাই।
ময়না টিয়া হোক না দোয়েল
কোকিল কাদে মোর লাগি
তার তরেই ফের ছুটিবো
চির বসন্তকে আনি।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৪
মিষ্টি লবণ বলেছেন: বিশেষ ধন্যবাদ।
২| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ খুবই সুন্দর লেখনী।