![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
চাপা কোন অভিমানেই
বৃষ্টি ঝরছে আজ,
ক্ষনে ক্ষনেই তার বিরাম।
প্রকৃতিমনা জীব আর পাষন্ড জড়
কারোই কিছু বলার নেই,
সবার শুধু একটিই ইশারা
অধিকার আছে ওর !
আমি তাই অসহায় প্রানী
খুজে ফিরি এর সনদ,
অলিগলি থেকে রাজপথ।
কেনোই বা তার এই অভিমান ?
কেনোই বা মুহূ মুহূ বিরাম ?
চোখের পাতায় ঘুম নেমে যায়
ক্লান্ততা ঘিরে শুধু আমায়,
স্বপ্ন ডানায় ভাসছি শুধু
সেখানেও তার বিচরন শুরু
ভাবছি কি করি উপায়?
অর্থ তাহার না খুজে পাই
ভিষন জ্বালায় ফের।
ক্ষনবাদেই পা গুলো মোর
নিয়ে এলো অচেনা মোড়,
চক্ষু জোড়া ফিরিয়ে দেখি
শুনি কান্নার রোল।
একটু আগে এগিয়ে গেলাম
অঝোর বৃস্টির মৃদু বিরাম
স্তব্ধ প্রকৃতি প্রায় !
দেখি এক কোনেতে কাদছে বসে
আমার পুরোনো অধ্যায় !
২০-০৮-২০০৭ ইং
২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩১
মিষ্টি লবণ বলেছেন: দাদা বৃষ্টি (পানি/ মেঘ) লিখে দিয়েন নাইলে কে কি বুঝে ঠিক নাই।
২| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অলিগলিতে আজ বৃষ্টির জন্য হাহাকার
বৃষ্টি নির্দয় হতে পারে না আয় বৃষ্টি আয়
শীতল কর সমস্ত মাঠ ঘাট রাস্তার মোড়