নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো।তাই বলে জিবন তুমি ভেবোনা আমি তোমার কাছে হেরে গেছি।

মিষ্টি লবণ

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।

সকল পোস্টঃ

ষোলকলা

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫২

ষোলকলা আমার ষোলতে শেষ,
ত্রিশেও ভুগছি তারই রেশ।
পাই পাই করে সঞ্চিত যত
যশ বিদ্যা আর আনা
ষোলকলার অনিষ্টতে সবই
অর্ধ জানা জানা।
আক্কেল আমার প্রফুস্টিত নয়
ভুলগুলো সব সে কথাই কয়।
তবুও.....
পূর্নতার দোলাচলে, সময়ের কোলাহলে
ষোলকলারই আকুল...

মন্তব্য২ টি রেটিং+০

পোড়াগন্ধ

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৯

চারিদিকে শুধু পোড়াগন্ধ......
কোথাও চেতনা পোড়া আর
কোথাও অধিকারে পোড়া,
এতো গন্ধ কেনো ??
একি!! মাংস পোড়া গন্ধ এলো কোত্থেকে?
ধ্যাত, এ তো কলিজা পোড়া।
জরুরী সমাচার,
যাদের নাকেই পোড়া গন্ধ যাবে
ভালো করে শুকে নিবেন,
ইহা কিসের পোড়া।

মন্তব্য৪ টি রেটিং+০

সদা প্রভুর ইশারা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০২

অহংকারে মত্ত আমি দূর্নিবার,
আরশ চুম্বি ঐ গগনটাকে
টেনে ধরি পিছু !
হুংকার ছেড়ে শুধাই
কৃর্তী আমার বাঁধ ভাঙা
জোয়ার হয়ে যখন
হানা দেয় দিকবেদিক !
খোলে না কি দুয়ার তোমার ?
হয় না কি কম্পিত...

মন্তব্য৬ টি রেটিং+০

গাহি সাম্যের গান

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৭

আ কারে আমি হই
উ কারে তুমি,
নিরাকারে স্রস্টা হয়
ভিন্ন ভিন্ন ভূমি।
সময় স্রোতে বিলীন সজীব
নির্জীব ও তাই,
আ কারে আর উ কারে
কোন তফাৎ নাই।
হাওয়ায় হাওয়ায় তাবত সৃষ্টি
স্রস্টা দিব্যমান,
উৎসে সবই উর্ধ্বমুখি
আসো,গাহি...

মন্তব্য৩ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.