নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাদবন্ধু

বিষাদবন্ধু

বিষাদের বন্ধু যে

বিষাদবন্ধু › বিস্তারিত পোস্টঃ

এ ই বোধ হয় সংসার

১৮ ই জুন, ২০১৫ রাত ১২:৩৫

আমার এক বিবাহিত বড় ভাই একদিন বলল, আর কইস না, বিয়া শাদী করিস না- বড় Pain বুঝছস বড় জ্বালা। মনে চায় কোনহানে গিয়া দুইচোখ বন্ধ কইরা এক পায়ে কান ধইরা দাড়াইয়া থাকি। অটো প্যাঁচ লাইগা যায়, শালার!

বললাম এক কাম করেন, আপনি তো অনেক কষ্টে আছেন তা ভাবীরে আমারে দিয়া দেন (ভাবী বেশ সুশ্রি)। আমার দিকে একবার তাকালো, আমি ছোট ভাই মানুষ আবার নিজের থেকেই হায় হায় করছে, কি বলবে

বললো- তুই নিবি, যা নে, আমি বাঁচি- কিন্তু এক কোটি টাকা লাগব।

(একটু চমকে গেলাম) বললাম এক, কোটি টাকা, কেন ?

কেন আবার, _ _ _ চইলা যাইতে কমু, কাবিন নামার টাকা চাইবনা, বুঝছস এমনিই মাফ কইরা দিব, তা দেওন লাগব না।

-হ্যা, তা তো বুঝলাম কিন্তু কাবিন তো এতটাকা হওয়ার কথা না

-(রেগে-জোরে) হালার পুত, তুমি আমার বউ লইয়া যাইবা, আমার তহন হোটেলে হোটেলে থাকন লাগব সেই টাকা কে দিব ।

বুঝলাম, এ ই বোধ হয় সংসার, ভাল লাগে না আবার লাগেও !!!!
ধন্যবাদ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.