![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক যুগ অনেক সময়। বিগত বারো বছরে বদলেছে অনেক কিছু, বয়স ঘুরেছে বারো বার, কৈশোর মিলেছে যৌবনে সাথে ওজন কমেছে তিন কেজি। প্রেমিকার ভালবাসার ঠিকানা বদল হয়েছে, টকটকে হলুদ শরষে ফুলের রং পাল্টে হয়েছে গাঁঢ় ধূসর, বাড়ির রাস্তা বদলেছে, ফাঁকা জায়গা ভরাট করে প্রতিবেশীরা দূরুত্ব কমিয়েছে কিন্তু ব্যবধান বাড়িয়েছে অনেক, পরিপাটি সুশীল সমাজ বেড়েছে, পুরোনো হয়েছে মাথার উপরের ঝুলে থাকা পাঁকা ছাদ, দাসত্বের অভিজ্ঞতা লেগেছে পাঁচ বছরের, অনেকগুলো শুভাকাঙ্খী সহকর্মী পেয়েছি, পকেটের হাহাকার নিত্যদ্রব্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মহামারি রকমের, ক্ষুধার রাজ্যের জলসানো রুটিটাও পোক্ত সিমেন্টের খুটিঁতে চাপা পড়েছে চির দিনের মতো, রাজনৈতিক দ্বন্দ ও দূর্নীতির সাথে বেড়েছে ভোগান্তি এবং সরকারি চাকুরি প্রাপ্তিতে ঘুষের চাহিদা তাই আপাতত সপ্নদের বন্দি করে নির্বাসনে পাঠিয়েছি, আপোষহীন মধ্যেবিত্তের কাছে পরাজিত হয়েছি বারবার বিনা দ্বিধায় -বেঁচে আছি।
ধন্যবাদ।।
©somewhere in net ltd.