![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আনন্দগুলো বেশি দিন স্থায়ী হয় না, কেন জানি না, হয় আমরা আনন্দের অর্থ বুঝি না নয়তো আনন্দের অনেক রকম অর্থ খুজিঁ, আর এই খোঁজা খুঁজির ভিতর লাভবান হয় পুঁজিবাদীরা আর রাজনীতিবিদরা, আমরা কেবল একদিন সবাই মিলে আবার হাসব, আনন্দ করব এই সপ্নই দেখি। আজ আমরা আরও একটা আনন্দের উপলক্ষ পেলাম, আজ মধ্যেরাতেই 68 (আটষট্টি) বছরের লালিত সপ্ন বাস্তবায়ন হবে, বড় হবে দেশের মানচিত্র, বাড়বে জনসংখ্যা, মহাসুখে হাসবে কতগুলো মানুষ কিন্তু হাসিটা স্থায়ী হবে তো ?
ধন্যবাদ।।
©somewhere in net ltd.