![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..
পশু প্রবৃত্তি নাকি মানুষের মাঝে বাস করে। কিন্তু পশু কি মানুষের চেয়ে নিষ্ঠুর? ২০১৫ সালে বিএনপি জামাত জোটের নৃশংসতার জ্বলন্ত উদাহরন নিচের ছবিগুলি দেখলে যে কেউ একবাক্যে স্বীকার করবে, কোন পশুই এ বর্বরতার ধারে-কাছেও নেই। ক্ষমতার মোহ মানুষকে কতোটা অন্ধ বানাতে পারে, তারই প্রকৃষ্ঠ উদারহন এ ছবিগুলো। আমরা যেন এদেরকে ভুলে না যাই, সেজন্যই নুতন বছরের প্রথম দিনে এই পোস্টটা দিলাম।
** পোস্ট টা ড্রাফটে ছিলো**
এই বীভৎস যন্ত্রণার শিকার যারা হয়েছে তারা কেউই রাজনীতি করেনা। কিন্তু এই ব্লগে এক শ্রেণীর পেইড ব্লগাররা এই মানুষ পোড়ানোর আন্দোলনকে জায়েজ করার চেষ্টায় লিপ্ত। তাদেরকে জানাচ্ছি একরাশ ঘৃণা।
ছবি কৃতজ্ঞতা- প্রথম আলো।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
দেশী ম্যান বলেছেন: তেলও নিতে দেয়া হবে না, খাবারও নিতে দেয়া হবে না, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হবে। কিভাবে গর্তে লুকিয়ে থাকে দেখবো। জঙ্গীবাদি এই দেশে চলবে না।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একটা স্বচ্ছ নির্বাচন দেশকে স্থিতিশীল করতে পারে,আর এটাই একমাত্র সমাধান।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
এরশাদ বাদশা বলেছেন: মানুষ পুড়িয়ে মারা তাহলে চলতেই থাকবে???
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১
কথার_খই বলেছেন: মাত্র কয়েকটি ছবি......
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
এরশাদ বাদশা বলেছেন: আচ্ছা, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদ তাহলে এভাবেই হচ্ছে। আমি যে ছবিগুলা দিয়েছি, তাতে পুড়ে যাওয়া কোন মানুষটাকে্ আপনার আওয়ামী লীগার মনে হচ্ছে? ব্যান্ডেজে মোড়া বাচ্ছাটাকে, ওই বৃদ্ধটাকে নাকি স্বামীর কোলে পুড়ে যাওয়া ওই শিক্ষার্থীকে। যারা নিরীহ মানুষের উপর পেট্রোল বোমা মারে তারা যদি অমানুষ হয়, তাদেরকে সমর্থন দেওয়া আপনার মতো বিবেকহীনকে জানোয়ারেরও অধম বলতে কুন্ঠাবোধ করি। বিশ্বজিতকে যারা কুপিয়ে মেরেছে, তাদের সাথে আপনার কিংবা ওই পেট্রোল বোমা হামলাকারীর কোন পার্থক্য নেই।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
কথার_খই বলেছেন: অবরোধ কিন্তু চলতেছে....
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪
কথার_খই বলেছেন: এখানে কয়েকটি তথ্য Click This Link http://www.samakal.net/2014/11/06/96517 Click This Link
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
এরশাদ বাদশা বলেছেন: কতো পান? ডেইলি বেসিস, আওয়ার বেসিস নাকি মান্থলি???
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪
রাফা বলেছেন: এই ছবি গুলো দেখার পর কি অনুভুতি হোতে পারে ১জন মানুষের জানিনা।
তবে আমার কাছে সব কিছু এলোমেলো হয়ে যায়।