![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..
বিডি নিউজ ২৪.কম এর ব্লগে ঢুকে একটা লেখায় চোখ আটকে গেলো। আদ্যোপান্ত পড়লাম লেখাটা। লেখক ফারদিন ফেরদৌস, ওখানে লিখছেন ৭ মাস ধরে। সামহায়্যার ইন ব্লগের পাঠকদের উদ্দেশ্যে লেখাটার লিংক দিলাম। চাইলে পড়তে পারেন।
এখানে ক্লিক করুন
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
মামু১৩ বলেছেন: ১। সবই আল্লার ইচ্ছা, একথা মানলে সমালোচনা চলে না।
২। মৃত হাজীরা বেহেশতে আছেন, এটা তো ভাল খবর, সমালোচনা না করে খুশী হয়ে শুকুর করা উচিত।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
রিফাত হোসেন বলেছেন: Click This Link
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
এরশাদ বাদশা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কালীদাস বলেছেন: এগুলারে কেউ মানুষ করতে পারবে না। রিফিউজি ক্রাইসিসে ভুলেও টু শব্দটাও করে নাই কিন্তু বর্ডার সিলড করে রাখছে।
অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন? একটা সুখবর দেখলাম, অভিনন্দন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০
এরশাদ বাদশা বলেছেন: আরবরা এমনিতেই বর্বর জাত। মেয়েমানুষ, গাড়ী, বাড়ি, বিলাসিতা এগুলোই এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এরা নাকি হাজীদের মৃতদেহগুলো বুলডোজার দিয়ে পরিষ্কার করেছে।
আপনাকে ব্লগে দেখলে ভালো লাগে। ভালো আছি, আপনি থাকেন কোথায়? কি সুখবর দেখলেন আবার? আমার মেয়েদের কথা বলছেন কি?
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
কাবিল বলেছেন: ১০০ তম পোস্টে শুভেচ্ছা।
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
এরশাদ বাদশা বলেছেন: বলেন কি??? আমি তো খেয়ালই করিনাই!!!!!
ধন্যবাদ আপনাকে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
কালীদাস বলেছেন: স্যরি, ব্যাক করতে অনেক দেরি হয়ে গেল আপনার এই পোস্টে। না, আমি শুধু আপনার বিয়েরটা উইশ করেছিলাম, মেয়েদের জন্য তো তাহলে ডাবল উইশ করতে হয় কত হল ওদের বয়স?
আমি ব্লগে চরম ইরেগুলার দুই/আড়াই বছর হয়। আর আরজুপনির পোস্টে যা বলেছেন ঠিক তাই, রেগুলার হতে না পারার জন্য খুব একটা যে আহামরি কিছু মিস করবেন তাও না। যাদের খেদানোর জন্য জানপ্রাণ দিয়ে দিতাম ৬ বছর আগে, সেই সমস্যা অনেক কমেছে এখন। নতুন সমস্যা হল, ইন্টারএকশন জিনিষটা মরে গেছে এই ব্লগে।
সময় সুযোগ পেলে তবুও পারলে দেখেন মাঝে মাঝে আসা যায় কিনা। আমি সময়/ছুটি পেলে আসি, পোস্টের ব্যাপারে খুব আগ্রহ পাই না। একটা পোস্ট লেখার কাজ শুরু করেছিলাম, শেষ করতে পারব কিনা, আগ্রহ শেষ পর্যন্ত থাকবে কিনা সেটাই দেখার বিষয়।
ভাল থাকবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
এরশাদ বাদশা বলেছেন: আমার মেয়েদের বয়স এখন আড়াই বছর। ওরা এখন পরিষ্কার ভাষায় কথা বলতে পারে, আর আব্বুকে পৃথিবীর সকল আদর দিয়ে ভরিয়ে দেয়। একজন আরেকজনের থেকে ৫ মিনিটের বড়-ছোট। ওদের জন্য দোয়া করবেন। একটা ছবি দিচ্ছি আপনার জন্য।
আর ব্লগের ব্যাপারে আপনার মানসিকতার সাথে আমার খুব একটা তফাৎ নেই।
ভালো থাকবেন।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
এরশাদ বাদশা বলেছেন: কালীদাস ভাইয়ের জন্য আমার মেহের নিগার এর ছবি। ওদের সাথে আমার ছোট ভাই।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
কালীদাস বলেছেন: টুইন আপনার বেবি দুইজনই সুন্দর, আপনি একজন লাকি ড্যাড
আমার আদর রইল দুজনের জন্য
মেহের কোন জন?
এই অবুঝ, নিরীহ ইনসান শিশু দুইটা এখনও জানেনা যে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছে (এখনও পড়াশুনা করে জীবনের বারোটা বাজছে না)। যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে, ততদিনে ইসকুলে পাঠিয়ে দেয়া হবে
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
এরশাদ বাদশা বলেছেন: মেহের ডানপাশেরজন। অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
রোবোট বলেছেন: কি খবর? কিভাবে এটা হয়েছিলো একটা পোস্ট দেয়া যায় কি? (আপনি না তুমি বলতাম মনে নাই)
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
এরশাদ বাদশা বলেছেন: আপনি আমাকে তুমি করেই বলতেন।
আপনি কি হজ্ব ট্র্যাজেডির কথা জানতে চেয়েছেন?
অনেকদিন পর একটা পোস্ট লিখেছিলাম সাম্প্রতিক কালের গান এবং গানের চিত্রায়ন নিযে, সামহ্যোয়ার ইন এর বাগ নাকি ভাল্লকু জানিনা, প্রথম পাতায় পোস্টই আসতে দিচ্ছেনা, কয়েকবার রিপোর্ট করে ফল পাইনি, তাই আর ওমুখো ইহনি।
কেমন আছেন আপনি, অনেকদিন পর দেখলাম।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
এরশাদ বাদশা বলেছেন: উৎসাহ দানের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: এটা মূলত শিয়াদের কারসাজী। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
রোষানল বলেছেন: এদের ধ্বংস অনিবার্য । জাস্ট কিছু সময়ের অপেক্ষা মাত্র