নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

এরশাদ বাদশা

দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..

এরশাদ বাদশা › বিস্তারিত পোস্টঃ

একদলা থুথু........

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ইনডিয়ান ক্রিকেট কাউন্সিল..ওরফে বেনিয়া আইসিসির প্রতি একবুক ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে আমার প্রোফাইল পিকটা বদলে দিলাম। অক্ষম আমি এই দেশের সাধারন একজন মানুষ আর কিইবা করতে পারি???



বুকের ভেতরটা জ্বলছে অক্ষম ক্রোধের আগুনে। প্রতিবাদ জানানোর ভাষা নেই। সানি আর তাসকিনের মনের অবস্থাটা কল্পনা করে খুব কষ্ট পাচ্ছি। বাংলাদেশ দলও নিশ্চয়ই ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাবে এখন, বলার অপেক্ষা রাখেনা। তবে যাইহোক, জান দিয়ে লড়াই করা চাই। একচুল ছাড়ও দেয়া যাবেনা। ওরা মাঠের বাইরে আমাদের ঠেকানোর চেষ্টা করে যাক, আমাদের খেলোয়াড়েরা সেটার জবাব মাঠেই দিয়ে দিবে ইনশাল্লাহ। শুভ কামনা টাইগারদের জন্য।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বিজন রয় বলেছেন: ছিঃ ছিঃ

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

এরশাদ বাদশা বলেছেন: ধিক্কার জানাই।

২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তাসকিনের অ্যাকশন বৈধ। এই নিউজ পাওয়ার পরে আবার আইসিসি জানাল উলটোটা। হায়রে ইন্ডিয়া। ফেসবুক-ব্লগেই আমরা প্রতিবাদ জানাব। কিংবা র‍্যালি করে। কিন্তু কাজের কাজ যাদের করা উচিত তারা কি পদক্ষেপ নেবে দেখতে চাই।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

এরশাদ বাদশা বলেছেন: আজকের পত্রিকায় কিছুটা আশার খবরই দেখলাম। বিসিবি নাকি আ্ইনজীবি নিয়োগ করেছে। ওদের রিপোর্ট পাওয়ার পরে বিসিবি রিভিউর আবেদন জানাবে।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১

তট রেখা বলেছেন: কাজের কাজ করার মত কেউ কি আছে? সবাইতো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের বশংবদ। ক্রিকেট যা মিলিয়ন, বিলিয়ন ডলারের জুয়ার আসর, সেখানে নৈতিকতা বলে কিছু থাকেনা।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০

এরশাদ বাদশা বলেছেন: আইসিসি চালায় ইনডিয়া। বিগ থ্রির অন্য দুই অংশীদার ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার চে ইনডিয়ার ক্ষমতা অনেক বেশি। কারণ- সম্প্রচার সত্ত্ব, স্পন্সর সবকিছুর মূলে ইনডিয়া। ওরা যদি না থাকে, তাহলে সবারই ক্ষতি।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন:

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০১

এরশাদ বাদশা বলেছেন: একদম যথার্থ বলেছেন। খেলতে না পারলে, ব্যান করে দাও।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: একদলা থুথু........

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০১

এরশাদ বাদশা বলেছেন: আমরা অক্ষম জনতা আর কিইবা করতে পারি...

৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৩

গেম চেঞ্জার বলেছেন: আইসিসির বিকল্প ছাড়া উপায় নাই।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

এরশাদ বাদশা বলেছেন: উপায় হয়তো আছে একটা। বিগ থ্রির বাইরে যে দেশগুলো আছে, সেগুলোর একাট্টা হয়ে নিজেদের স্বার্থেই একটা সংগঠন তৈরী করা জরুরী। এ নিয়ে হয়তো পরবর্তীতে একটা বিশদ পোস্ট দেবো। ভালো থাকেন।

৭| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: ভাইয়া :)


ক্রিকেট নিয়ে গিয়ান বুদ্ধি আমার অনেক অনেক কম!:(

তবুও এতটুকু বুঝি তাসকিনের সাথে অন্যায় হয়েছে আর বুঝি শুধু আমাদের দেশের জয়!:)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

এরশাদ বাদশা বলেছেন: এর চে আর বেশি বোঝার দরকার কি? =p~
শায়মা- কাল্পনিক ভালোবাসা নামক নিকটা এতো ঘটা করে ''বক্তিমা'' দিলো, কিন্তু কাজের কাজ তো কিছুই হলোনা। আমার পোস্ট প্রথম পাতায় দিচ্ছেনা ওরা। তবে এ নিয়ে তুমি আর কোনো স্টেপ নিওনা। এরপর আর আমি আর ফিডব্যাকও দিইনি। নতুন যে পোস্টটা লিখেছিলাম, সেটাও ড্রাফট করে ফেলেছিলাম। পরে তোমার পরামর্শ মোতাবেক, আর একটা নিক খুললাম(যেটা বিগত ৯ বছরে করিনাই)।
নতুন নিক


৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া দেখো তুমিও আবার মালটি কটিং (নিজেরাই মালটি কেচালিং) গ্রুপের খপ্পরে পড়োনা। অবশ্য পড়লেও ভয় নাই আমাকে ডেকো। :P :P

আসলে বুঝতে পারছিনা কেনো তোমার পোস্ট কিছুতেই প্রথম পাতায় যাচ্ছে না নিশ্চয় কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। এমন তো হবার কথা না।:(

তবে নিউ নিকে যদি প্রথম পাতায় যায় তো তাই সই না হয় কি আর করা! :( :( :( নিকটা দেখলেও তোমার পরিচিত জনেরা ঢু দেবেই আর আমি তো আছিই। :)

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

এরশাদ বাদশা বলেছেন: টেকনিক্যাল সমস্যা তো বটেই। কিন্তু মনে হয় ওরাও ধরতে পারছেনা। বুঝতে পারছিনা।

৯| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২

কালীদাস বলেছেন: তাসকিনের পরীক্ষাটা অণ্যায় ছিল।
কেমন আছেন ভাইজান? আপনাকে খানিকটা রেগুলার মনে হচ্ছে গত ৩/৪বছরের চেয়ে। আপনার মেয়েরা কেমন? :)

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

এরশাদ বাদশা বলেছেন: আপনে বলেন রেগুলার। আমি তো লেখার জন্য রীতিমতো মরে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষ দয়া করে ব্লগাতে দিচ্ছেনা। পোস্ট প্রথম পাতায় না যাওয়ার কারনে যে বিপুল উদ্যমে আবার ব্লগিং শুরু করেছিলাম, কিন্তু ফাটা বেলুনের মতো চুপসে যাচ্ছি।
আমার মেয়েরা আল্লাহর রহমতে ভালো আছে, আপনি ভালো আছেন?

১০| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

কালীদাস বলেছেন: প্রথম পাতায় যায় না মানে? আপনি সেফ না?
না গেলে, অভিযোগ করেন।
আমি দৌড়ের উপর এজ ইউজাল, ৫দিনের বন্ধের থার্ড দিন পার করছি, এরপরই আবার ডুব মারব। ৫দিনও পুরা থাকতে পারি কিনা দেখার বিষয়।
আপনার প্রো-পিকটা খুব ইন্টারেস্টিং হয়েছে :)

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

এরশাদ বাদশা বলেছেন: সে অনেক কাহিনী। আজকে প্রায় দেড় মাসের উপরে, আমি পোস্ট দিতে পারছিনা। পোস্ট করেই ড্রাফট করতে হয়েছে পরক্ষনেই। ফিডব্যাকে মেইল দেই, হাউকাউ করি, তারপর ঠিক করে, পরক্ষনেই আবার তথৈবচ।
এই পোস্টটা দেখেন।
কাল্পনিক ভালোবাসা নামক নিকটার একটা কমেন্ট আছে, ওইটা দেখেন।

১১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭

কালীদাস বলেছেন: আমার তো মনে হয় প্রবলেমটা সলভ হয়েছে। ১৯তারিখের ফার্স্ট পেইজ চেক করে দেখলাম আপনার এই পোস্টটা আছে। আপনি আরেকবার ট্রাই করে দেখেন। কাজ না হলে আবার কমপ্ল্যান করেন।

কাল্পনিক ভালবাসা যতদূর জানি এডমিনের একজন। তাকে জানালে কাজ হওয়ার কথা। দেখা যাক।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

এরশাদ বাদশা বলেছেন: ওই যে বললাম, হাউকাউ করলে ঠিক করে দেয়, পরক্ষনেই.... ১৯ তারিখে এই পোস্টটাও প্রথম পাতায় আসেনি, ফিডব্যাকে জানানোর পর আসলো। তারপর ২১ তারিখে এই পোস্টটা দিলাম, আসলোনা। বাধ্য হয়েই নতুন নিক খুললাম, সেখানেই লেখাটা পোস্ট করলাম। ওইটা একটা বান্দর মার্কা পোস্ট ছিলো। ব্লগে মহাকবি মাইকেল মেহেদীর উত্তরসুরী একজনকে পেয়ে পোস্ট দিয়েছিলাম। =p~

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: পুরোপুরি অন্যায় করা হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

এরশাদ বাদশা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

রাজসোহান বলেছেন: কি মিয়া, কেমন আছেন B-)

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

এরশাদ বাদশা বলেছেন: আছি আল্লাহর রহমতে ভালোই। তোমার খবর কি রাজঁহাস??

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

রাজসোহান বলেছেন: আমার খবর ভালো না। বাইচা নাই, যেইটা দেখতেছেন এইটা মরা লাশ /:) :-/

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

এরশাদ বাদশা বলেছেন: কি হলো রাজহাঁস? তুমি তো দেখি আমার ভাষায় কথা বলছো! একটা সময় গেছে আমার, যখন ভেবেছিলাম বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বোধহয় শ্রেয়...আল্লাহপাকের দয়ায় আমি সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আশা করছি, ওই ধরনের কোন পরিস্থিতিতে তুমি পড়োনি। সমস্যা যাইহোক, কেটে যাক এই কামনা রইলো।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

রাজসোহান বলেছেন: আমিও ঐ অবস্থায় আছি বলতে গেলে। আপনে বের হয়ে আসছে, শুভকামনা আপনার জন্য। আমিও টুকটাক শুনছিলাম আপনার দুরাবস্থার কথা, বের হয়ে আসছেন জেনে ভালো লাগলো ভাই। আমার বের হবার কোন লক্ষণ নাই। দুয়া রাইখেন :(

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

এরশাদ বাদশা বলেছেন: তোমার সমস্যা আসলে কি, জানতে চাইবোনা। তবে ভূক্তভোগী হিসেবে পরামর্শ দেয়াটা কর্তব্য মনে করছি। ধৈর্য্য ধরতে হবে, অনেক ধৈর্য্য। হতাশ হওয়া চলবেনা, হাল ছেড়ে দেয়া যাবেনা। সমস্যা যতো কঠিনই হোক, মনে করতে হবে- সমাধান অবশ্যাম্ভাবী। আসলেই তাই, আল্লাহপাক তার বান্দার ধৈর্য্যের পরীক্ষা নেন। এই কথাগুলো আমাকেও বলেছিলো দু'একজন। তখন এই কথাগুলোকে মোটেও ধর্তব্য মনে করিনি। হয়তো তোমারও মনে হতে পারে, এগুলো কোন কাজের উপদেশ না। কিন্তু দিনশেষে দেখবে, ধৈর্য্য ধারনকারীকেই আল্লাহপাক উদ্ধার করেন।
ভালো থাকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.