![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
এরশাদ বাদশা বলেছেন: সে অনেক দুঃখের কাহিনী আপু। জানতে পারবেন আমার আগের আগের পোস্টে। কেমন আছেন আপনি? আপনার ব্লগ পড়ার চেষ্টা করি নিয়মিত। মন্তব্য সবসময় করা হয়না।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭
মানবী বলেছেন: আলহামদুলিল্লাহ্ আ'লা কু'ল্লি হা'ল!
জমজ পরী দুজন কেমন আছে?
আপনার কাছে ছোট্ট কনফেশন আছে, বাচ্চা দুজনের জন্য পোস্ট দেবার কথা ছিলো এখনও দেয়া হয়নি তবে আমার মনে আছে। ওদের বয়স এখন কতো হলো?
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯
এরশাদ বাদশা বলেছেন: ওদের বয়স জুলাই এর ৩১ তারিখে তিন বছর পূর্ণ হবে। আপনাকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম, আমার মেয়েদের জন্মদিনে।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: এবার তাহলে শুরু করতে পারেন?
৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
এরশাদ বাদশা বলেছেন: হা হা হা ....
এরা যখন ব্লগাতে দেবেনা, তখন আরজু আপুনির লেটেস্ট পোস্ট থেকে ইনসপায়ারড হয়ে ২০০৭ সালে ব্লগস্পটে অ্যাকাউন্ট খুলে যেটা ফেলে রেখেছিলাম, সেটাকেই ঘষামাজা শুরু করলাম। আরজুপু দারুন হেল্প করছেন। অবাক হয়ে দেখলাম, আরজু আপু সেই ২০১০ সাল থেকেই আমার লেখা পড়ছেন।
CLICK THIS LINK
৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: আহা এতদিনে জানলে!!!!!!!!!!!!!!!
তুমি এত উদাসীন জানা ছিলো না ভাইয়ু!!!!!!!!
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২
এরশাদ বাদশা বলেছেন: আমার ঠিকই জানা ছিলো, আমি ঠিক কতোটা উদাসীন এবং ভূলো মনা।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৯
ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।
এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"
এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই লুকোচুরি !
আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪
কালীদাস বলেছেন: কেমন আছেন ভাইজান? আপনার মেয়েরা কেমন?
অনেকদিন হল আপনিও তো কিছু লিখছেন না
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৬
এরশাদ বাদশা বলেছেন: প্রিয় ভাইয়া, ভালো আছি আল্লাহর রহমতে। এখনো আমার খবর নেন দেখে খুবই কৃতজ্ঞ বোধ করছি। আমি যে চাকরিতে আছি, সেখানে লেখালেখি তো দূর, ঠিকমতো আত্মীয়-স্বজনের খবরও নিতে পারিনা। আমার মেয়েরা ভালো আছে, দোয়া করবেন, ভালো থাকবেন।
৮| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৩
মানবী বলেছেন: আপনার পোস্ট প্রথম পাতা থেকে উধাও হয়েছে কিভাবে আর এতোদিন তাই বুঝতে পারছিনা!!!
আশা করি ব্লগ কর্তৃপক্ষ শিঘ্রী এই সমস্যার সমাধান করবে।
ভালো থাকুন ভাইয়া।
৯| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: আরেকটি টেস্ট পোস্ট দেন।
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০
এরশাদ বাদশা বলেছেন: কেন??
১০| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: অনেক দিন পোস্ট দেন না।
এবার নতুন পোস্ট দিন।
আপনি অনেক পুরানো ব্লগার।
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
এরশাদ বাদশা বলেছেন: ধন্যবাদ আপনার আন্তরিকতার জন্য। কিন্তু ভাই, আমার পোস্ট তো প্রথম পাতায় দেয়না। অনেক চেষ্টা চরিত্র করে, ক্ষ্যামা দিয়েছি ভাই।
১১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: কারণ কি।
দেশে থাকলে সামুর অফিসে যেয়ে কথা বলুন।
আপনার পোস্ট প্রথম পাতায় দেখতে চাই।
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
এরশাদ বাদশা বলেছেন: দেশেই আছি, চট্টগ্রামে। জানা আপুর ফোন নাম্বার থাকলে হয়তো কথা বলে দেখা যেতো। আপনাকে আবারো অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
১২| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
মানবী বলেছেন: ওয়েলকাম ব্যাক!
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
এরশাদ বাদশা বলেছেন:
ঘুরতে আসলাম, ভালো আছেন আপু?
১৩| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২২
মানবী বলেছেন: কি খবর ভাইয়া? রাজকন্যারা কেমন আছে?
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬
এরশাদ বাদশা বলেছেন: খুব ভালো, আলহামদুলিল্লাহ্, আপনিও ভালো আছেন আশা করি আপু।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
মানবী বলেছেন: টেস্টের রেজাল্ট কি, সফল? :-)