নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাকি ভাবনা

বাদশা মিন্টু

সাধারণকে দেখি অসাধারণ হিসেবেসাধারণ সবাই আমার আপনআমি সাধারণের ভিড়ে খুঁজি সেই অসাধারণকেযাকে নিয়েই জীবন যাপন।

বাদশা মিন্টু › বিস্তারিত পোস্টঃ

চাকার পিষ্ট পাঠাও যাত্রীর মাথা, পাশে কেউ নেই?

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩০


কোথায় যাবে রাজধানীবাসী? দ্রুত যোগাযোগে পাঠাও যেটুকু আশার পথ দেখাচ্ছিল, নরঘাতক বাসের চালকেরা যাত্রীদের পিষে মারছে। এর কি কোনো প্রতিকার নেই? কে থামাবে বাস চালকদের?
নিজের অভিজ্ঞতা বলি। গুলশান যাব। পাঠাও পেলাম ধানমন্ডি থেকে। চালক এল। দিল না হেলমেট। তার কাছে নেই। হুটহাট করে টান শুরু হল। খুব ভয়ে ছিলাম। আমার মতো অনেক যাত্রীর এরকম অভিজ্ঞতা হয়। ভয়ে কাটাতে হয়।
আজকের মর্মান্তিক ঘটনা সবাই জানেন।
রাজধানীর দক্ষিণ খান এলাকায় বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫)। বিমানবন্দর চত্বর ছেড়ে আসার পরপরই বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাঁকে বহনকারী পাঠাও সার্ভিসের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ফুয়াদ ও মোটরসাইকেলচালক মফিজুল ইসলাম (২৫)। তাঁদের ধাক্কা দেওয়ার পরও বেপরোয়া বাসটি থামেনি। উল্টো ফুয়াদের মাথার ওপর বাসের সামনের চাকা তুলে দেন এর চালক আজিজুল হক ওরফে সোহাগ। চাকায় পিষ্ট হয়ে ফুয়াদের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
দুর্ঘটনার সময় শেয়ার রাইডের চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় হেলমেট ছিল না।
হেলমেট নিয়ে এ এক যন্ত্রণা। অধিকাংশ ক্ষেত্রে পাঠাও চালকেরা যাত্রীর জন্য হেলমেট রাখছেন না। এটি সতর্ক হওয়ার সময় এসেছে।
বিস্তারিত পড়ুন: বাসের চাকার পিষ্ট পাঠাও যাত্রীর মাথা , অসহায় যাত্রীর পাশে কেউ কি নেই?

বিভিন্ন খবর পড়ুন: https://www.techjano.com/ সাইট থেকে। মন্তব্য দিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৪

হাঙ্গামা বলেছেন: খোয়াড়ে থাকার যোগ্যরা যদি মন্ত্রী এমপি হয়ে যায় তখন বাসচালকদের কেউ আটকাতে পারে না।

২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: অল্প বয়সী ছেলেরা পাঠাও এর ব্যবসা শুরু করেছে। একটা চায়না হোন্ডা কিনেই পাঠাও শুরু করে। তাদের কোনো অভিজ্ঞতা নেই। নিয়ম কানুনও জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.