![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যার পর
দাঁড়িয়েছিলাম পার্কে
হঠাৎ একটি শিশু আমার হাতে একটা চিঠি
দিয়ে উধাও হয়ে গেল
বয়স ৫০ ছুঁই ছুঁই আমার
ঝটপট পড়ে নিলাম মোবাইলফোনের
মৃদু আলোতে
উগ্রভালবাসার প্রেমপত্র
বুকটা আনন্দ-কেৌতূহলে ডিবডিব করছে ভীষণ
শুকনোমুখে পিপাসার ঢেউ
পাল্টে গেলাম মুহূর্তে
বিশ্বপ্রেমিক আমি
নবযেৌবন এসে ভর করেছে আমার ওপর
ঠিক প্রেমিকের মতো হেলেদুলে হাঁটি
খুঁজে মরি সেই প্রেমিকাকে অস্থির অন্ধকারে।
একটিবার যদি পেতাম তাকে
এই কিশোর কোমল সন্ধ্যায়
একটি চুমুর রেখা টেনে দিতাম গালে
এমন পিপাসা আমার
হঠাৎ দেখি
এক যুবতী ছুটে আসছে আমার দিকে
হৃদয় মেলে দাঁড়ালাম আমি
আনন্দে টগবগ
যুবতী এসে ছোঁ মেরে নিয়ে গেল চিঠি
বলল, চাচা, ভুল করে দিয়েছে আপনাকে
এ চিঠি আমার প্রেমিকের
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা বেশ মজার কবিতা