![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খুলে প্রেম কথা যাবে না বলা
লুকোচুরি করি তাই তোমার সাথে
হৃদয়ের উচ্ছ্বাস করে তোলপাড়
ঠোঁটে এসে কথাগুলো ঝগড়া বাধে।
এতোদিন যেই ভাবে বলেছ কথা
যেইভাবে দিনরাত বিলিয়েছ প্রেম
সেইভাবে সখী তুমি বলোনা গো আর
দিনে দিনে গজিয়েছে মহা প্রবলেম।
প্রেমের আবেগ যদি করে উৎপাৎ
পেটের কথা যদি হানা দেয় ঠোঁটে
ফোনের ধারে কাছে ঘেষবে না তুমি
রিসিভার ধরার আগে যাবে যে রটে।
প্রেম-টেম এখন আর অবারিত নয়
আড়িপেতে আছে কেউ পবিত্র প্রেমে
পাখা মেলে কথা গুলো উড়বে হাওয়ায়
বাধা নেই কোন কিছু সোনালী ফ্রেমে।
এসব কথা শুনে প্রেমিকা আমার-
ফেলে দিয়ে রিসিভার হারালো যে জ্ঞান
আমাদের কথাগুলো খেয়েছে গিলে
আড়িপেতে বসে থাকা টেলিফোনম্যান!
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
নিলু বলেছেন: প্রেমে কোন বাধাই মানার কথা নয়