![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অণুপিরমাণ ভালবাসা ছিল না মনে
অথচ প্রেম করে বসে আছি একখান
এখন লালন-পালন করতে হবে প্রেমকে
ঠিক লতানো চারাগাছের মতো
একটু এদিক-সেদিক হলে
গোলাপের পাঁপড়ির মতো
খসে পড়ে যাবে প্রেম অথবা
শুকিয়ে খড়কুটো হবে
আমি তাই রোজ রোজ খৈল-কুঁড়ো দিই
করি যত্ন-আত্তি অনেক
বেশ মোটাতাজা হয়ে উঠেছে আমার প্রেম
এখন তাকে চিবিয়ে চিবিয়ে খাবো
ঠিক কচি পেয়ারার মতো অথবা
মিশিয়ে দেবো আমার সমস্ত অস্তিত্বে
নিখাদ চুম্বণে।।
©somewhere in net ltd.