![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো তুমি চলো শীতের দেশে
তোমায় নিয়ে ঘুরবো সারাবেলা
তোমার কোনো কথা থাকে ব'লো
করবে না কেউ তোমার অবহেলা
ওই দেখো মা সাদা মেঘের ভেলা
তুলোর মতো যাচ্ছে উড়ে উড়ে
আঁচল টেনে ধরো আমার হাতে
তোমায় নিয়ে যাবো অনেক দূরে।
মাকে নিয়ে যাচ্ছি শীতের দেশে
চারিদিকে বইছে খুশির বান
শীতের গায়ে রঙ মেখেছে শীত
মাকে পেয়ে ধরেছে ওরা গান।
মাকে নিয়ে ঘুরছি শীতের দেশে
মায়ের মুখে ফুটলো মধুর হাসি
আকাশ থেকে জোছনা এসে বলে
`মাগো তোমায় অনেক ভালোবাসি!'
©somewhere in net ltd.