![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘বনের বাঘ থাকুক বনে, ঘুড়ি উড়ুক নীল গগনে'
পদ্মার আকাশে উড়ায়ে দিলাম, নানা রঙ্গের ঘুড়ি,
লাটাই ঘুড়ির মিলনমেলায়
মেতেছিলাম মজার খেলায়
কিশোরবেলার আনন্দটা
পেয়েছি পুরোপুরি।
বাঘের সাথে পাখির লড়াই, সাপ-বেঙে করছে বড়াই
ঘুড়ির যুদ্ধ বাধিয়ে দিলাম, লাটাই-সুতো টানি,
পাখির ডোরে প্যাঁচ লাগিয়ে
সাপ-মাছেরে দেই ভাগিয়ে
হল্লা করে লাটাই টেনে
বাঘটা কাছে আনি।
আহা! পদ্মাপাড়ে নীলাকাশে, খেলেছি ঘুড়িখেলা
হাতের মুঠোয় পেয়েছিলাম, একটি কিশোরবেলা!
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭
♥কবি♥ বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন কথাগুলো। ++
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব ভাল লাগলো। ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা ও ধন্যবাদ নিন।
৪| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭
আমি সাজিদ বলেছেন: পদ্মাপাড়ের নীলাকাশের নিচে কাটানো সেই কিশোরবেলায় ভালো লাগা জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯
শায়মা বলেছেন: খুবই সুন্দর!