![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার যাওয়ার পথে
বাড়ি খেয়ে শাড়ীর পাড়ে
উড়ছে ধুলোবালি
ছাই উড়ছে ঊনূন থেকে
উড়ছে হাওয়ায় কালি।
এমনই ছিলো ভাবনা তোমার
চাঁদ পেয়েছো হাতে
উড়বে তুমি তারায় তারায়
জোছনা ভরা রাতে।
এখন,
ছাই নেমেছে আকাশ থেকে
মেঘ ধুয়েছে কালি
পড়ে আছে অচল হয়ে
পথের ধুলোবালি।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
নাজিয়া ফেরদৌস বলেছেন: ভালো লেগেছে...