![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি যদি চলেই আস তুমি
গাঁটরি বোচকা শক্ত করে বাঁধো
রওনা দেয়ার ঘন্টাখানেক আগে
খিল লাগিয়ে ইচ্ছামতো কাঁদো।
কাঁদার পরে হালকা দেহ মনে
ইচ্ছা হলে উড়াল দিতে পারো
মনটা তোমার শক্ত করে অনেক
বাপের বাড়ি চিরতরে ছাড়ো।
বাড়ি ছেড়ে যায় একটি মেয়ে
সামনে প্রেমিক বর
পেছন থেকে সরে গেল
বাবা-মায়ের ঘর।
যতই যায় ততই দেখে
ধূ ধূ মরুভূমি
ভাঙাস্বরে ডেকে মরে
কোথায় গেলে তুমি!
পায়না দেখা প্রেমিকবরের
থমকে পথে দাঁড়ায়
পেছন থেকে চোখের জলে
বাবা হাতটা বাড়ায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ ছন্দে মেলানো বিরহ ব্যাথায় ভরপুর একটি কবিতা