![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেরিয়ে গেলো একটি ছড়া
বইয়ের পাতা থেকে,
যাসনে বাবা বাইরে বিপদ
বলছে মা ডেকে।
ভয় পেয়ো না মাগো তুমি
থাকবো কেনো পাতায়
রাখবে কেনো লেখক ধরে
বন্দী করে খাতায়?
যাচ্ছে ছড়া হেঁটে হেঁটে
বনের লতা পাতা কেটে
নদী সাগর পাড়ি দিয়ে
উঠলো পাহাড় মাথায়।
ইচ্ছে হলো চাঁদে যাবে
গেলো চাঁদের দেশে
কাটলো কদিন হাসিখুশি
বিজ্ঞানীদের বেশে।
আকাশ বাতাস খালে বিলে
মাছ পাখিদের সঙ্গে মিলে
বনের ভেতর ঘুরে ফিরে
হঠাৎ দিশা হারায়।
বাঘ-ভালুকের হালুম-হুলুম
ছড়ার ওপর ভীষণ জুলুম
ওমনি লেখক হাত বাড়িয়ে
সামনে এসে দাঁড়ায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছড়া লেখা । লেখে চলুন ।