![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমীদের খেজুরগাছে, দেখেছিস কলসী বাধা
আজকেই করব সাবাড়, তুই আমি আধা আধা।
চল চল এক্ষুনি চল, লাফিয়ে তুই উঠবি গাছে
সিটকিনিটা লাগিয়ে ঠিক, চলে আসব গাছের কাছে।
সাজুটা গাছে উঠে, কলসী নিয়ে নামছে যেই
কে যেন পেছন থেকে, বলল হঠাৎ `হেই হেই'
আমি তো পগারপাড়, সাজুটা গাছেই বসা
নরম গলায় বলল সুমী, সাজু তোর একি দশা!
সাজুটা ধীরে ধীরে, নেমে এলো সুমীর কাছে
কী জানি কথা বলে, সুমী-সাজু মুচকি হাসে।
কীসের কলস কীসের রস, সাজুকে আর পাই না খুঁজে
শীতের রাতে ঘুম এলো না, শুয়ে রইলাম দুচোখ বুঝে!
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
ভিটামিন সি বলেছেন: আচ্ছা ওরা দুইটা শীতের রাতে গেলো কই??
গরমের দিন হইলেও একটা কথা ছিলো?
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা হা
ছড়ার চেয়ে মজা আপনার এক লাইনের ভয়ানক মন্তব্য!!
শুভেচ্ছা নিন।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
কলমের কালি শেষ বলেছেন: মজার কবিতা । ভালো লাগলো ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
এমএম মিন্টু বলেছেন: এটা কেমন কথা ভাই রস চুরি । যাই হোক ওধের পরে খুজে পাওয়া গেছিলো।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: খেজুর রসের সাথে অন্য রস ও পেয়ে গেছে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
কালের সময় বলেছেন: সুন্দর কবিতা